কাবুল বিস্ফোরণের পর আইএসের সেল ধ্বংসের দাবি তালেবানের

5

 

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদের প্রবেশপথে বোমা বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হওয়ার পর ইসলামিক স্টেটের (আইএস) একটি সেল ধ্বংস করেছে তালেবান সরকারের বাহিনীগুলো। রোববার রাতে কাবুলের উত্তর অংশে জঙ্গিদের ওই সেলটি ধ্বংস করা হয় বলে সোমবার এক টুইটে জানিয়েছেন তালেবান মুখপাত্র, খবর বার্তা সংস্থা রয়টার্সের। তবে কাবুলের বিস্ফোরণের সঙ্গে ওই অভিযানের সরাসরি কোনো সম্পর্ক আছে কিনা তা নিশ্চিত করা হয়নি। অগাস্টের শেষ দিকে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের পর থেকে আফগান রাজধানীতে হওয়া এই বিস্ফোরণকে সবচেয়ে গুরুতর হামলা বলে মনে করা হচ্ছে। ইসলামিক স্টেটের স্থানীয় শাখা আইএসআইএস-খোরসান ইতোমধ্যে তালেবানের বিভিন্ন লক্ষ্যে হামলা চালানোর দায় স্বীকার করেছে।