কাপ্তাইয়ে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক সেমিনার

22

কাপ্তাই প্রতিনিধি

কাপ্তাইয়ে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক এক সেমিনার গত ১৯ মে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা প্রোগ্রেসিভ ও বাংলাদেশ নারী প্রগতি সংঘ যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।
এতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, হেডম্যান, কার্বারী, ধর্মীয় গুরু এবং নারী প্রতিরোধ কমিটির ১৫ জন সদস্য অংশ নেয়। পরে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। প্রোগ্রেসিভ রাঙামাটির নির্বাহী কর্মকর্তা সুচরিতা চাকমার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, হরিণ ছড়া ভাইজ্জাতলি মৌজার হেডম্যান থোয়াই অং মারমা, প্রোগ্রেসিভের মাস্টার ট্রেইনার নুকু চাকম, সহকারী এডমিন সুবেদিতা চাকমা এবং কাপ্তাই উপজেলা ফিল্ড ফ্যাসিলিটেটর কোহেলী চাকমা।