কাতার বিশ্বকাপে ৬ জন নারী রেফারি

7

 

ফুটবল ইতিহাসে ছেলেদের মেগা টুর্নামেন্টে এখন পর্যন্ত ম্যাচ পরিচালনার দায়িত্ব পাননি কোনা নারী রেফারি। কাতার বিশ্বকাপে ভাঙছে সে নিয়ম। আসছে বিশ্বআসরের অফিসিয়াল রেফারির তালিকায় আছেন ৬ জন নারী।
কাতার বিশ্বকাপের জন্য বৃহস্পতিবার ১২৯ জন রেফারির নাম ঘোষণা করেছে বিশ্বফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ফিফার তালিকায় জায়গা পেয়েছেন তিন জন প্রধান নারী রেফারি ও তিন জন সহকারী নারী রেফারি।
ফরাসি রেফারি স্টেফানি ফ্র্যাপার্ট ২০১৯ নারী বিশ্বকাপের ফাইনালে রেফারি হিসেবে ছিলেন। এছাড়া ছেলেদের বিশ্বকাপ বাছাইপর্ব এবং চ্যাম্পিয়ন্স লিগেও বেশকিছু খেলা পরিচালনা করেছেন ৩৮ বর্ষী এ রেফারি।
গ্রæপপর্বের অনেকগুলো ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন রুয়ান্ডার রেফারি সালিমা মুকানসাঙ্গা এবং জাপানি ইয়োশিমি ইয়ামাশিতা। সহকারী নারী রেফারি তিনজন হলেন ব্রাজিলের নেউজা ব্যাক, মেক্সিকোর কারেন ডিয়াজ মেডিনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাথরিন নেসবিট।