কাঞ্চননগর উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

11

চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তর জেলা আ.লীগের সহসভাপতি এটিএম পেয়ারুল ইসলাম বলেছেন, ফটিকছড়িতে রাজনীতিকে ব্যবসার হাতিয়ার না বানালে আমরা ফটিকছড়িকে মনের মত করে সাজাতে পারতাম। ফলে মানুষের যন্ত্রনা থাকতো না। নৈসর্গিক সৌন্দর্যের লীলা ভূমি ফটিকছড়িকে সুন্দর ভাবে গড়ে তোলার জন্য চেষ্টা করে যাচ্ছি। শিক্ষালয়গুলোতে কিশোর গ্যাং আর মাদকের আখড়া হয়েছে, এ অবস্থা থেকে শিক্ষাকে বের করে আনতে হবে। তিনি গত ৬ জানুয়ারি ফটিকছড়ির কাঞ্চননগর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কাঞ্চননগর উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ও কাঞ্চননগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতি ছিলেন সংগঠনের সভাপতি ও কাঞ্চনগর ইউপি চেয়ারম্যান কাজী দিদারুল আলম। বিশেষ অতিথি ছিলেন চবির প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা গবেষক ড.মঞ্জুরুল কিবরিয়া। উদ্বোধক ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও উত্তর জেলা আ.লীগের সদস্য মনজুর মোরশেদ ফিরোজ, বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক সামসুল আলম। সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান তানভীরের সঞ্চালনায় অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীরা বক্তব্য দেন। বিজ্ঞপ্তি