কাজ করার সময় জাহাজ থেকে নিচে পড়ে গিয়ে শিপইয়ার্ড শ্রমিকের মৃত্যু

2

সীতাকুন্ড প্রতিনিধি

সীতাকুন্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে পুরাতন জাহাজ ভাঙ্গার একটি কারখানায় কাজ করার সময় দুর্ঘটনায় মো. রাশেদুল আলম (২৬)নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার সোনাইছড়ি বার আউলিয়া সাগর উপক‚ল এলাকার তাহসিন শিপইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় রাতেই মৃত্যুবরণ করেন এই শ্রমিক। নিহত রাশেদুল বাড়ি কুড়িগ্রাম জেলার মোহাম্মদ সোলায়মানের ছেলে।
জানা যায়, উপজেলার সোনাইছড়ি ইউপির বার-আউলিয়া সাগর উপকূল এলাকায় তাহসিন শিপ ইয়ার্ডে পুরাতন স্ক্র্যাপ জাহাজে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কাজ শেষ করে জাহাজ থেকে সিঁডি দিয়ে নামার সময় অসাবধানতাবশত জাহাজের উপর থেকে নিচে পড়ে মাথায় মারাত্মকভাবে আঘাত প্রাপ্ত হন। আহতাবস্থায় ইয়ার্ডের লোক তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মৃত্যুবরণ করেন তিনি।
সীতাকুন্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বার আউলিয়া এলাকায় একটি শিপইয়ার্ডে দুর্ঘটনায় একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। থানায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে’।