কলকাতা মোহামেডানেই খেলবেন জামাল

30

গুঞ্জন ছিল, ভারতের কলকাতা মোহামেডান তাকে প্রস্তাব দিয়েছে। চুক্তি হতে যাচ্ছে। কিন্তু জামাল ভূঁইয়া এটি অস্বীকার করে আসছিলেন। এখন আর অস্বীকার করার কিছু নেই, গুঞ্জনই সত্যি হলো। বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া খেলবেন কলকাতা মোহামেডানের হয়ে। আগামী ২০ নভেম্বর থেকে শুরু ভারতের পেশাদার ফুটবল লিগ আই-লিগে দেখা যাবে এই মিডফিল্ডারকে। এরইমধ্যে জামাল তার ক্লাব সাইফ স্পোর্টিংয়ের কাছে কলকাতা মোহামেডান খেলার জন্য প্রত্যয়নপত্রও চেয়েছেন। সাইফ স্পোর্টিং জামালকে ছাড়তে রাজি। তবে শর্ত হলো, আগামী বছরের ১৯ এপ্রিলের মধ্যে তাকে সাইফে এসে লিগের দ্বিতীয় পর্বের জন্য খেলতে হবে। জামাল তাতে সায় দিয়েছেন। ভারতের আই-লিগের দলবদলের সময় শেষ হয়ে যাওয়ায় জামালকে বিশেষ ব্যবস্থায় দলভুক্ত করতে হবে। জানা গেছে, জামাল মাসিক ৭ হাজার ডলারে কলকাতা মোহামেডানে খেলবেন। এর আগে ভারতের ঐতিহ্যবাহী এই দলটির হয়ে কলকাতা লিগে খেলেছেন রুম্মন বিন ওয়ালি সাব্বির-মাহবুব হোসেন রক্সিরা। তবে আই-লিগে বাংলাদেশি ফুটবলার হিসেবে জামালই প্রথম খেলতে যাচ্ছেন।