করোনা সংক্রমণ বাড়ছে দক্ষিণ কোরিয়ায়

8

দক্ষিণ কোরিয়ায় গত মার্চের পর একদিনে সর্বোচ্চ কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার সেখানে নতুন রোগী শনাক্ত হয়েছে ৫৮৩ জন। এক সময় করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সফল হয়ে সুনাম কুড়ানো এশিয়ার এ দেশটি এখন মহামারীর তৃতীয় ঢেউ মোকাবেলার মধ্য দিয়ে যাচ্ছে। নতুন কঠোর সামাজিক দূরত্ব বিধি আরোপের পরও সেখানে মহামারী পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। দক্ষিণ কোরিয়া সরকার রাজধানী সিউল ও এর আশেপাশের এলাকায় নতুন করে কড়া দূরত্ব বিধি আরোপ করেছে। দ্বিতীয় দফা করোনাভাইরাস সংক্রমণের সময় আরোপিত বিবিধিনিষেধ শিথিলের একমাস পরই সরকার এই কড়াকড়ির পদক্ষেপ নিয়েছে।