করোনা মোকাবেলায় সফল শেখ হাসিনা : ফরিদ মাহমুদ

12

সমাজসেবক ফরিদ মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মহামারি মোকাবেলায় অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবেন। বিশ্বের যে ক’জন সরকার প্রধান করোনা মোকাবেলায় সফল, তাদের মধ্যে শেখ হাসিনা অন্যতম। দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে তিনি যেভাবে প্রণোদনা দিয়েছেন, এদেশে এমন নজির দ্বিতীয়টি নেই। শিল্পকারখানায় প্রণোদনা, স্বাস্থ্যকর্মীদের সুযোগ-সুবিধা, বিনামূল্য করোনা ভেকসিন, চিকিৎসা সহায়তা, ত্রাণ বিতরণসহ সংকটাপন্ন জনগণের পাশে দাঁড়ানোর মতো ঘটনা এদেশে প্রথম। এটা শেখ হাসিনার বিচক্ষণ এবং সাহসী নেতৃত্বের পক্ষেই সম্ভব। নগরীর ৩৮নং ওয়ার্ডে আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি পরিষদের উদ্যোগে ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাজসেবক মো. নুরুজ্জামানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিপন মিয়া। শাহনেওয়াজ আহমেদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, হাজী ইব্রাহিম, হোসেন সর্রোয়াদী, আশরাফুল গনি, নাজমুল হাসান, জাহিদ, আনিস, রিপন, মাহবুবুল আলম, জসিম, নাজিম, ইমতিয়াজ, মানিক, বেলাল, সুজন, রিমন পাঠান, আশরাফ আকাশ, রানা, জিসান, জেকু, মাসুদ, হারুন প্রমুখ।