করোনা আতঙ্কে ইংলিশ প্রিমিয়ার লিগও দর্শকহীন

15

করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে ক্রীড়া বিশ্ব। সাময়িক সময়ের জন্য স্থগিত হয়েছে ইতালিয়ান সিরি’আ ফুটবল লিগ। স্প্যানিশ লা লিগা থেকে ফ্রেঞ্চ লিগ ওয়ানেও করোনার ভয়ে ম্যাচ হচ্ছে দর্শকশূন্য গ্যালারিতে। এবার বিশ্বের সবচেয়ে জমজমাট লিগ ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষও সিদ্ধান্ত নিচ্ছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে রুদ্ধদ্বার ম্যাচ আয়োজনের।
ইতালিয়ান লিগের মতো স্থগিত না হলেও ইপিএল চলবে নির্দিষ্ট ফিক্সচার অনুযায়ী। তবে কোনো ম্যাচে গ্যালারিতে দর্শকদের দেখা যাবে না। ইংলিশে এটাকে বলে ‘ক্লোজড ডোর’, যার বাংলা করলে দাঁড়ায় ‘বন্ধ দরজা’। এমনকি পাবে বসেও দেখা যাবে না প্রিয় দলের খেলা। কারণ জনসমাগমে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। যার ফলে দলগুলোর সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিচ্ছে ইপিএল কর্তৃপক্ষ। অবশ্য ক্লাবের নিবন্ধিত সমর্থকদের একটা বিশেষ সুবিধা রাখছে ক্লাবগুলো। সমর্থকরা আই ফলো স্ট্রিমসের মাধ্যমে খেলা দেখতে পারবে।