‘কবি প্রণাম’

107

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মজয়ন্তীতে কবি প্রণাম শিরোনামে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদান গত ২৭ এপ্রিল শনিবার সন্ধ্যায় ফুলকি’র এ. কে. খান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা চট্টগ্রাম বিভাগীয় শাখার সভাপতি ড. আনোয়ারা আলম’র সভাপতিত্বে ও আবৃত্তি শিল্পী প্রবীর পাল’র সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন দৈনিক আজাদী’র সহযোগী সম্পাদক কবি ও সাংবাদিক রাশেদ রউফ। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য্য, রবীন্দ্রসংগীত শিল্পী শাশ্বতী তালুকদার ও কেশব জিপসী। উদ্বোধকের বক্তব্যে রাশেদ রউফ বলেন, রবীন্দ্রনাথ ছিলেন এক বহুমাত্রিক প্রতিভা।
তিনি একাধারে কবি, উপন্যাসিক, সংগীত ¯্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, কণ্ঠশিল্পী, অভিনেতা ও দার্শনিক। অনুষ্ঠানে আমেরিকা প্রবাসী বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী চন্দ্র শেখর দত্তকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক সংবর্ধিত শিল্পীকে উত্তরীয় ও ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্পী শান্ত গুহ-এর পরিচালনায় শুরুতে পরপর চারটি সম্মেলক গান ‘হে নূতন দেখা দিক, আলোকেরই ঝর্ণাধারা, সুরের গুরু দাও ও তুমি যে সুরের আগুন জ্বালিয়ে দিলে মোর প্রাণে’।
সম্মেলক গানের পরে সংগঠনের বেশ ক’জন শিল্পী একক পরিবেশনা নিয়ে মঞ্চ মাতান। এছাড়াও অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন সংবর্ধিত শিল্পী চন্দ্র শেখর দত্ত, সংস্থার প্রাক্তন সদস্য ও পশ্চিম বঙ্গের বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী জবা দত্ত। একক ও সম্মেলক গানে অংশ নেন শিল্পী লাকী দাশ, তৃপ্তি দাশ, শাশ্বতী বড়ুয়া, অনিমেষ বড়ুয়া, কেশব জিপসী, অরুণ দত্ত, শুভাগত চৌধুরী, শান্তা গুহ, শেলী মল্লিক, শ্যামলী বড়ুয়া, দোলন চাঁপা বড়ুয়া, নিবেদিতা চৌধুরী, শ্যামলী পাল, কাবেরী দাশগুপ্তা, বহ্নিশিখা রক্ষিত, শম্পা লোধ, অন্তরা মজুমদার ও শিলা চৌধুরী। বিজ্ঞপ্তি