কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে রবীন্দ্র নজরুল সুকান্ত জয়ন্তী

51

কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে কবি রবীন্দ্র নজরুল সুকান্ত জয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভা, গীতালেখ্য, সংগীত, নৃত্য, আবৃত্তি অনুষ্ঠান বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশের সভাপতিত্বে গতকাল ২ অক্টোবর সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রাবন্ধিক মো. আবু তৈয়ব। প্রধান আলোচক ছিলেন পটিয়া হুইলাইন ছালেহ নুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিসেস ছন্দা চক্রবর্তী। বিদ্যালয়ের শিক্ষক শুভাশীষ নাথের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীপক কুমার চৌধুরী, ইলিয়াছ সিকদার, কবি আসিফ ইকবাল, উবাইদুল হক, অমর নাথ চক্রবর্তী, দেবী দত্ত, তনুশ্রী বিশ্বাস, লিপি রানী শীল, মিজানুর রহমান, দিল আফরোজ, প্রকাশ ঘোষ প্রমুখ। সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন বিদ্যালয়ের শিক্ষার্থী সাইরিন আকতার, মুমু চৌধুরী, পুস্পিতা, অর্পা সেন, অর্পিতা চক্রবর্তী, তনুশ্রী, শাস্তা, টিসা অনন্যা প্রমুখ। সভায় প্রধান অতিথি অধ্যক্ষ মুহম্মদ আবু তৈয়ব বলেন-প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হলে রবীন্দ্র-নজরুল-সুকান্ত অনুশীলন, অনুধ্যান অতি আবশ্যক। শুদ্ধ সংস্কৃতি চর্চা মানুষকে পরিশীলিত করে, মহৎ করে। সনদ লাভে প্রকৃত শিক্ষা নয়, মানবিক বোধ জাগ্রত করায় প্রকৃত শিক্ষা। অনুষ্ঠানের মুখ্য আলোচক অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী বলেন-এই অস্থির সময়ে জীবনে স্থিরতা আনার লক্ষ্যে রবীন্দ্র-নজরুল-সুকান্তে মনোনিবেশ করত সুশিক্ষা গ্রহণ জরুরী। বিজ্ঞপ্তি