কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু আজ

26

বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী জাতীয় সার্ফিং প্রতিযোগিতা। প্রতিযোগিতায় সমুদ্রের নীল জলরাশিতে ঢেউয়ের সঙ্গে মিতালী করে অপূর্ব ক্রীড়া শৈলী প্রদর্শন করবেন কক্সবাজারের শতাধিক সার্ফার। এ প্রতিযোগিতার আয়োজন করছে বাংলাদেশ সার্ফিং ফেডারেশন। প্রতিযোগিতার মধ্য দিয়ে নতুন সার্ফার তৈরি, বিশ্বে বাংলাদেশকে তুলে ধরার পাশাপাশি কক্সবাজারের পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ করবে এমনই আশাবাদ সংশ্লিষ্টদের।
বাংলাদেশ সার্ফিং ফেডারেশনের যুগ্ম সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন রোকন জানান, এবারের প্রতিযোগিতায় ১১টি ক্লাবের প্রায় দেড়শো সার্ফার অংশ নেবে। এরমধ্যে ১০জন নারী সার্ফার রয়েছেন। সকালে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আখতারুজ জামান খান কবীর এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন। বাংলাদেশ সার্ফিং ফেডারেশনের সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ ইউসুফ হারুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কক্সবাজার জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. আশরাফুল আফসার, পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন, স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন’র পরিচালক ইকবাল বিন আনোয়ার ডনসহ অন্যান্যরা বিশেষ অতিথি থাকবেন।