ওমিক্রন বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকি : জি-৭

9

ওমিক্রন ভ্যারিয়েন্ট ‘বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকি’ উল্লেখ করে সতর্ক করেছে জি-৭ জোট। এই ভ্যারিয়েন্ট ইউরোপ ছাড়াও বিশ্বের জন্য ঝুঁকি বলে একমত হয়েছেন জোটের সাত দেশের স্বাস্থ্যমন্ত্রীরা। জোটের পক্ষ থেকে বলা হয়েছে, ওমিক্রন উত্থানের অর্থ হলো দেশগুলোর জন্য ঘনিষ্ঠভাবে সহযোগিতা করা আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। জোটের সভাপতির দায়িত্ব পালন করা যুক্তরাজ্য এক বিবৃতিতে বলেছে, করোনার সংক্রমণ বৃদ্ধিতে জি-৭ গভীরভাবে উদ্বিগ্ন। জি-৭ জোটের মন্ত্রীরা এ বিষয়ে একমত হয়েছেন যে, এই নতুন পরিস্থিতিকে বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখা উচিত।
সংক্রমণের বিস্তার রোধে সামাজিক ও জনস্বাস্থ্যের ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেছে জোট। যুক্তরাজ্য এখন সভাপতিত্বের দায়িত্ব জার্মানির কাছে হস্তান্তর করেছে। দেশটির নতুন স্বাস্থ্যমন্ত্রী কার্ল লাউটারবাচ পরবর্তীতে জি-৭ জোটের স্বাস্থ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক আয়োজন করবেন। এমন সময় ওমিক্রনকে বৈশ্বিক জনস্বাস্থ্যের জন হুমকি বলা হলো যখন যুক্তরাজ্যে একদিনেই নতুন করে ৮৮ হাজারের বেশি মানুষ করোনায় শনাক্ত হয়েছেন। এছাড়া দেশটিতে এ পর্যন্ত ৪৯ হাজারের বেশি ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত। বিশ্বের অনেক দেশেই ছড়িয়ে পড়েছে ওমিক্রন ভ্যারিয়েন্ট। ওমিক্রনে যুক্তরাজ্যে একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এটিকে অতি সংক্রামক স্ট্রেইন হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয় ওমিক্রন।