ওমিক্রনের ঢেউ চূড়ায় ওঠার আগেই চাপে ইউরোপের স্বাস্থ্য ব্যবস্থা

9

 

করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের দ্রুত বিস্তারে ফের বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপের স্বাস্থ্য ব্যবস্থা। বিপুল সংখ্যক গুরুত্বপূর্ণ কর্মী অসুস্থ হয়ে পড়ায় অথবা স্বেচ্ছা-আইসোলেশনে থাকায় পরিস্থিতি নাজুক হয়ে উঠেছে, এর মধ্যে ওমিক্রনের ঢেউ এখনও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়নি বলে ধারণা বিশেষজ্ঞদের।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগের প্রভাবশালী ভ্যারিয়েন্ট ডেল্টার তুলনায় ওমিক্রনে রোগ গুরুতর আকার ধারণা করা বা হাসপাতালে ভর্তির ঝুঁকি কম, প্রাথমিক গবেষণাগুলোতে এমন ধারণা পাওয়া গেলেও স্পেন, ব্রিটেন, ইতালি এবং অন্যান্য স্থানগুলো স্বাস্থ্যসেবা নেটওয়ার্কগুলো ক্রমেই নিজেদের হতাশাজনক পরিস্থিতিতে পড়তে দেখছে। শুক্রবার ব্রিটেন হাসপাতালগুলোতে অভিজ্ঞ কর্মীর শূন্যতা পূরণে ও রেকর্ড কোভিড-১৯ রোগীর কারণে সৃষ্ট প্রবল চাপ সামলাতে সহায়তা করতে সেখানে সামরিক সদস্যদের মোতায়েন করা শুরু করেছে। এক বিবৃতিতে দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) মেডিকেল ডিরেক্টর প্রফেসর স্টিভেন পওয়েস বলেছেন, “ওমিক্রনের মানে চিকিৎসার জন্য বেশি রোগী আর তাদের চিকিৎসার জন্য কম কর্মী।”
যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলো অতি জরুরি নয় এমন অস্ত্রোপচার বন্ধ রেখে শয্যা খালি ও কর্মীদের মুক্ত রাখার চেষ্টা করছে। স্পেনের প্রাথমিক স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক এত চাপে পড়েছে যে ২০২১ সালের শেষ দিনটিতে উত্তরপূর্বাঞ্চলীয় আরাগনের কর্তৃপক্ষ অবসরে যাওয়া কর্মী ও নার্সদের ফের কাজে ফেরানোর অনুমোদন দিয়েছে।
এক বিবৃতিতে কর্তৃপক্ষ বলেছে, “রোগীর বৃদ্ধি দ্রুত থেকে আরও দ্রুততর হতে থাকার অর্থ প্রাথমিক স্বাস্থ্যসেবা তাদের কন্ট্যাক্ট ট্রেসিং ও টিকাদান কর্মসূচীর দায়িত্ব এবং সাধারণ কার্যক্রমের কোনোটিই ঠিকমতো পালন করতে পারবে না।” স্পেনের নার্সিং ইউনিয়ন এসএটিএসই জানিয়েছে, নার্স ও ফিজিওথেরাপিস্টদের মতো সামনের সারির কর্মীরা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে আন্দালুশিয়ার ৩০ শতাংশেরও বেশি কর্মী কোভিডজনিত ছুটিতে গেছেন বলে জানিয়েছেন তারা।