এ সপ্তাহেই ফিনল্যান্ডে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হতে পারে

9

 

রাশিয়া এ সপ্তাহেই প্রতিবেশী ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে বলে ধারণা দেশটির রাষ্ট্র মালিকানাধীন জ্বালানি কোম্পানি গ্যাসুম এর। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট নেটোতে যুক্ত হতে ফিনল্যান্ডের আনুষ্ঠানিক আবেদনের জেরে রাশিয়া এ সিদ্ধান্ত নিতে পারে বলে ধারণা গ্যাসুম কর্তৃপক্ষের। তবে রাশিয়ার গ্যাস রপ্তানিকারক প্রতিষ্ঠান গ্যাজপ্রম এক্সপোর্ট বা রাশিয়ার ট্রান্সমিশন অপারেটরের কাছ থেকে তারা এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি বা এ ধরনের কিছু পায়নি বলেও বুধবার এক বিবৃতিতে জানায় গ্যাসুম। কিন্তু তারা এ ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। মস্কো আগামী শুক্রবার রাতে বা শনিবার গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে বলে ধারণা তাদের। বলা হয়, “গ্যাসুম তার গ্রাহকদের এবং জাতীয় পর্যায়ে যারা জরুরি জ্বালানি সরবরাহ করে থাকে তাদের সঙ্গে মিলে ওই পরিস্থিতির জন্য প্রস্তুতি গ্রহণ অব্যাহত রেখেছে।” বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে এ বিষয়ে জানতে গ্যাজপ্রম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। নেটোতে যুক্ত হতে আনুষ্ঠানিক আবেদন ফিনল্যান্ড-সুইডেনের সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স এর প্রতিবেদন অনুযায়ী, রাশিয়া গত ১ জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত ফিনল্যান্ডে প্রতিদিন গড়ে প্রায় ৩২ লাখ কিউ মিটার গ্যাস রপ্তানি করেছে।