এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল

42

 

বাঁকখালী উচ্চ বিদ্যালয় : বাঁকখালী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের প্রধান উপদেষ্টা আলহাজ সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন, মানসম্মত শিক্ষাই শিক্ষার্থীর সুন্দর ভবিষ্যত তৈরি করে। তথ্য প্রযুক্তির প্রসারের সাথে সাথে শিক্ষার ধরনও পাল্টে গেছে। তাই তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষা অর্জনে শিক্ষার্থীদের সর্বাধিক গুরুত্ব দিতে হবে। রামুর বাঁকখালী উচ্চ বিদ্যালয়ে ২০২২ সালের এসএসসি (তৃতীয় ব্যাচ) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি কমল এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাছির উদ্দিন। উদ্বোধক ছিলেন রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা।
সম্প্রতি বাঁকখালী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বাঁকখালী ফাউন্ডেশনের সভাপতি আবুল কাশেম খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রামু সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আবদুল হক, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুল্লাহ, জারাইলতলী উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষক হোছাইনুল ইসলাম মাতব্বর, কাউয়ারখোপ হাকিম-রাকিমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হায়দার, আলহাজ সাইমুম সরওয়ার কমল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান, ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল আলম।
কাসেম-মাহাবুব উচ্চ বিদ্যালয় : চন্দনাইশ সদরস্থ কাসেম মাহাবুব উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল গত ১৬ জুন বিকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, বিজিএমই নেতা, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কর্মাসের সহ-সভাপতি এমএ মাহাবুব চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, ইন্সপেক্টর (তদন্ত) শফিকুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়–য়া। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মো. ইব্রাহিম, সহকারী প্রধান শিক্ষক আবু ইউছুফ, শিক্ষক যথাক্রমে, রফিক আহমদ, অমল দে, অমল নাথ, মো. এনামুল হক, মাও. নাজমুদ্দীন মো. তৌহিদ, কাজী আবু সালেক, শামীমা আকতার, শর্মিলা রানী দে, কাকলি চৌধুরী, আবু তৈয়ব, মো. শাকিল, মো. কৌশিক, মো. আলী চৌধুরী, শিপন নাথ, অভিভাবক আমিনুল ইসলাম, শিক্ষার্থী সাজিদ মাহমুদ, আবুল কালাম প্রমুখ। পরে বার্ষিক মিলাদ পরিচালনা করেন বিদ্যালয়ের হেড মাওলানা নাজমুদ্দীন মো. তৌহিদ।

রামগড় বালিকা ও বলিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়:
রামগড় উপজেলায় রামগড় বালিকা ও বলিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে গত ১৬ জুন এসএসসি ব্যাচ ২০২২ এর পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া- মিলাদ মাহফিল ও বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ইসরাত জাহান ইভা ও শামীমা বিনতে হেলালর সঞ্চালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. ফয়জার রহমান এবং বলিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পুুরিষদের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। বিশেষ অতিথি ছিলেন রা.স.উ. বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আবদুল কাদের, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রেখা রাণী শীল প্রমুখ। এ সময় শিক্ষক অতিথিবৃন্দ বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, সুন্দর-সুশৃঙ্খলভাবে পরীক্ষাদিয়ে পরবর্তীত্বে উর্ত্তীণ হয়ে বিদ্যালয়, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সুনাম বয়ে আনবে এ দোয়াই তোমাদের জন্য রইল। উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য শুভাশীষ দাশ, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আলম জিকু প্রমুখ।

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় : কক্সবাজারের ঐতিহ্যবাহী এবং প্রাচীণতম বিদ্যাপীঠ ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিদ্যালয়ের নবনির্মিত মোখ্তার আহমদ অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি মাহমুদুল করিম। শিক্ষার্থী তাজনোভা জারিয়াত নাভা এবং সুরাইয়া জান্নাত রিহামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী রাকিন। গীতা পাঠ করেন অপর শিক্ষার্থী দীঘি পাল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা শিক্ষা অফিসার নাছির উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নুরুল আজিম, ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ রফিকুল ইসলাম ও বিদ্যালয়ের সহাকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন। এসময় সিনিয়র শিক্ষক এসএম তারিকুল হাসান, সোহাইফা জান্নাত সামিয়া, আইনান তাজরিয়ান সাবাহ, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে জাহেদুল ইসলাম ও মো. মোরশেদ আলম বক্তব্য রাখেন। মানপত্র পাঠ করেন জয়নব মোশাররফা তাবাচ্ছুম।