এফএমসির শুভসূচনা

46

রাজা, নয়ন ও ইমরুলের দারুণ ব্যাটিংয়ে সিজেকেএস ইস্পাহানী প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শুভসূচনা করেছে গক লিগের রানার্স আপ এফএমসি স্পোর্টস। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় তারা ৫ উইকেটে শতদলকে ক্লাবকে পরাজিত করে। টসে জিতে এফএমসি শতদল ক্লাবকে প্রথমে ব্যাট করতে পাঠায়। শতদল ৩৯.২ ওভার খেলে সব উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে। শুরুতেই উইকেট হারিয়ে ফেলা শতদল দ্বিতীয় উইকেট জুটিতে ১১২ রান সংগ্রহ করে। ওপেনার শামসুল আরেফিন কোন রান না করেই ফিরে গেলে অপর ওপেনার আবদুল আল জাবেদ এবং তিন নম্বরে খেলতে নামা তৌফিক তুষার দৃঢ় হাতে ব্যাট করেন। জাবেদ ৩৮ রান করে আউট হলে তৌফিক অর্ধশত রান তুলে নেন। ৬৫ বলে ৬৬ রান করে ফিরে যান তিনি। ৫টি চার এবং ৪টি ছক্কা হাঁকান তিনি। এরপরের ব্যাটসম্যানদের মধ্যে আবু নাসের আল ফয়সাল ১৯,সালেহীন রিফাত সাদ ২০ এবং সাকাওয়াতুল ইসলাম ১৩ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৮ রান।
এফএমসির মো. আরমান ২৯ এবং ইমরুল করিম ৩৫ রানে প্রত্যেকে ৩টি করে উইকেট তুলে নেন। তারেক আজিজ,আসাদুজ্জামান প্রিন্স এবং রতন দাশ পান ১টি করে উইকেট। ১৮৮ রানের লক্ষ্য ছুঁতে এফএমসি স্পোর্টস ৩৮.৫ ওভার খেলে ৫ উইকেট হারায়। ১৭ রানে তাদের উদ্বোধনী জুটি বিচ্ছিন্ন হয়। তবে পরবর্তীরা রান করতে ব্যর্থ হননি। অভিজ্ঞ ওপেনার আবুল হাশেম রাজা ৩৯ রান করেন ৪৯ বলের মোকাবেলায়। ৩টি চার এবং ২টি ছক্কা দিয়ে সাজানো ছিল তার ইনিংস। খাইরুল ইসলাম নয়ন অর্ধশতক থেকে ৫ রান দূরে ৪৫ রানে আউট হয়ে যান। তবে ইমরুল করিম তুলে নেন অর্ধশতক। তিনি ৬৯ বল খেলে সর্বোচ্চ ৫৪ রান করেন ৭টি বাউন্ডারীর সাহায্যে। আসাদুজ্জামান প্রিন্স অপরাজিত থাকেন ১৮ রানে। অতিরিক্ত রান যোগ হয় ১৯।
শতদলের জায়িদউল্লাহ ৩৭ রানে ২টি উইকেট পান। আফনান গনি, সরওয়ার সাকিব এবং সিরাজুল মোস্তফা ১টি করে উইকেট নেন। আজ প্রিমিয়ার লিগে দুটি খেলা অনুষ্ঠিত হবে। প্রথম খেলায় অংশ নেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি এবং রাইজিং স্টার ক্লাব। এ খেলা অনুষ্ঠিত হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দ্বিতীয় খেলায় অংশ নেবে ফ্রেন্ডস ক্লাব এবং চট্টগ্রাম আবাহনী লিমিটেড। এ খেলা অনুষ্ঠিত হবে এম এ আজিজ স্টেডিয়ামে।