একুশ আবৃত্তি চর্চাকেন্দ্রের পঞ্চম সমাবর্তন

2

‘একুশ মানবিকতা ও আবৃত্তি চর্চাকেন্দ্র’ গত ১০ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে ‘৫ম সমাবর্তন’-এর আয়োজন করে। অনুষ্ঠানমালায় ছিল সুধীজনের আশীর্বাণী, নবীন শিল্পীদের একক আবৃত্তি, একক সঙ্গীত ও সমবেত আবৃত্তি।
একুশ সাংগঠিক সম্পাদক মো. তৌহিদুল ইসলামের পরিচালনায় কথামালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের যুগ্ম সদস্য সচিব আবৃত্তিশিল্পী ফারুক তাহের, একুশ সভাপতি ড. শ্যামল কর্মকার, একুশ সহ-সভাপতি সজল দাশ। আয়োজনে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন একুশ সাধারণ সম্পাদক অনির্বাণ চৌধুরী জিকু। উদ্বোধনী পর্বে ছিল ৫ম কর্মশালার প্রশিক্ষণার্থীদের পরিবেশনায় সমবেত আবৃত্তি ‘কান্ডারী হুঁশিয়ার’, নির্মাণ ভাবনায় অনির্বাণ চৌধুরী।
আয়োজনে একক আবৃত্তি পরিবেশন করেন পুষ্পা সিকদার, রশ্নি মুখার্জী, সৌগত বিশ্বাস, অস্মি মিত্র, প্রান্তিকা বড়ুয়া, লাইবা সুলতানা, অবন্তী বড়ুয়া, দীপা দে, মোহাম্মদ মুজিবুল্লাহ, চৈতি দেব কাঁকন, শারমিন আক্তার, সৈয়দা চিদ্রাতুল মুনতাহা, ঐশী দে, নিলয় চন্দ্র নাথ, অধরা দাশ, জয় চন্দ্র বিশ্বাস, স্বপ্না মল্লিক, পূজা দাশ, রেনিয়া ে ঈচৗধুরী, দীপিতা দেব তমা, প্রতীক বড়ুয়া, মো. মোহাই মেনুল, স্নিগ্ধা সিকদার এবং একক সঙ্গীত পরিবেশন করেন একুশ সহ-সভাপতি আলপনা বড়ুয়া। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ প্রদান করা হয়।