এএফসি কাপের প্লে অফ লড়াইয়ে বাংলাদেশের ছয় দল

8

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংসের চ্যাম্পিয়ন হওয়া সময়ের অপেক্ষা মাত্র। প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল সরাসরি এএফসি কাপের গ্রুপ পর্বের মূল পর্বে খেলে। আর ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন দলকে খেলতে হয় প্লে অফ। এবার বসুন্ধরা ফেডারেশন কাপেরও চ্যাম্পিয়ন হওয়ায় লিগ রানারআপ দল খেলার সুযোগ পাবে এএফসি কাপের প্লে অফ। বসুন্ধরা চ্যাম্পিয়নশিপ প্রায় নিশ্চিত হলেও লিগের দ্বিতীয় পজিশন নিয়ে চলছে দারুণ প্রতিদ্বন্দ্বিতা। শেখ জামাল ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ঢাকা আবাহনী এক ম্যাচ বেশি খেলে ৩৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। চট্টগ্রাম আবাহনী, মোহামেডান, শেখ রাসেল ও সাইফ স্পোর্টিংয়ের পয়েন্ট যথাক্রমে ৩৪,৩৩,৩০ ও ২৯। এর মধ্যে সবার ১৯ ম্যাচ হলেও সাইফের এক খেলা কম। ফলে সাইফও থাকছে রানার আপের দৌড়ে। লিগে দ্বিতীয় হলেই এএফসি কাপের প্লে অফ খেলা যাবে না। দ্বিতীয় স্থানের পাশাপাশি থাকতে হবে এএফসি ক্লাব লাইসেন্স। ঢাকা আবাহনী, মোহামেডান, সাইফ স্পোর্টিংয়ের ক্লাব লাইসেন্সিং আগেই রয়েছে। তাদের ক্ষেত্রে শুধু নবায়ন করতে হবে।