উৎসবমুখর-শান্তিপূর্ণ ভোটের পরিবেশ বজায় রাখতে হবে

56

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার মো. আবদুল মান্নান বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ সংসদীয় আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই আসনসহ চট্টগ্রামের সকল সংসদীয় আসনে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে নির্বাচনের দায়িত্বে নিয়োজিত সংশ্লিষ্ট প্রত্যেককে আন্তরিক হতে হবে। ভোটাররা যাতে কেন্দ্রে এসে নির্বিঘেœ ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে পরিবেশ বজায় রাখতে হবে। একই সাথে ইভিএম পদ্ধতিতে সঠিকভাবে ভোট প্রয়োগ করতে উদ্বুদ্ধ করতে হবে। ভোট কেন্দ্র ও আশপাশের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিয়োজিত থাকবে।
গত ২৩ ডিসেম্বর রোববার সকাল ১১টায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ এ ২৮৬ চট্টগ্রাম-৯ সংসদীয় আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ সংক্রান্ত প্রচারণা বিষয়ক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা, বিভাগীয় পরিচালক (স্থানীয় সরকার) দীপক চক্রবর্তী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. নুরুল আলম নিজামী, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান, সিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান, বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) শ্রাবস্তী রায় ও থানা নির্বাচন অফিসার মো. কামরুল আলম। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চসিক কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, শৈবাল দাশ সুমন, তারেক সোলায়মান সেলিম, হাজী নুরুল হক, হাসান মুরাদ বিপ্লব, মো. সলিম উল্লাহ বাচ্চু, জহর লাল হাজারী, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মেজর ফাহাদ আনোয়ার, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. সাঈদ হাসান, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক আবুল হায়াত মুহাম্মদ তারেক, সহকারী পরিচালক মীর মুহাম্মদ নেয়ামত উল্লাহ ও মুহাম্মদ আসাদুজ্জামান প্রমুখ। বিজ্ঞপ্তি