উন্নয়ন কর্মকান্ড পরিচালনায় দেশে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন : সিটি মেয়র

34

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশব্যাপী উন্নয়ন কর্মকান্ড চলমান করতে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। দেশ থেকে দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করতে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। শেখ হাসিনার নেতৃত্ব আজ বিশ্বব্যাপী স্বীকৃত। গতকাল চট্টগ্রাম-১০ আসনের সাংসদ ও সাবেক গণশিক্ষা মন্ত্রী ডা. মো. আফছারুর আমীনের সংবর্ধনায় প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন উপরোক্ত বক্তব্য রাখেন। ২৫নং রামপুর এলাকাবাসীর পক্ষ থেকে এই বিশাল গণসংবর্ধনায় সভাপতিত্ব করেন বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মঈনউদ্দিন আহমেদ মিন্টু।
অনুষ্ঠান পরিচালনা করেন মিজানুর রহমান কাজল। সংবর্ধিত অতিথি চট্টগ্রাম ১০ আসনের সাংসদ ডা. মোঃ আফছারুল আমীন বলেন, এই এলাকার জনগণের সাথে আগেও ছিলাম, ভবিষ্যতে থাকবো। সকল জনগণকে সাথে নিয়ে উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করতে চাই। আমি সকলের সাংসদ, সকল জনগণের জন্য আমার দরজা সব সময় খোলা। আলোচনায় অংশগ্রহণ করেন ২৫নং রামপুর ওয়ার্ড কাউন্সিলর এস.এম. এরশাদ উল্লাহ সহ ওয়ার্ড আওয়ামী লীগ ও যুবলীগ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি