উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান

4

উত্তর কোরিয়া সফর করেছেন রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস (এসভিআর) এর প্রধান সের্গেই নারিশকিন। বৃহস্পতিবার (২৮ মার্চ) এই সফরের কথা জানিয়েছে রুশ গুপ্তচর বিভাগ। এই সফরে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে উভয় দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। এসভিআর জানিয়েছে, সের্গেই নারিশকিন ২৫-২৭ মার্চ পিয়ংইয়ং সফর করেছেন। তার সফরের কথা প্রথম জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ। তিনদিন ব্যাপী এই সফরে দেশটির নিরাপত্তা প্রতিমন্ত্রী রি চ্যাং দায়ের সঙ্গেও দেখা করেছেন নারিশকিন। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, আন্তর্জাতিক পরিস্থিতির উন্নয়ন, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত ও দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন তারা। এসময় উভয় পক্ষের মধ্যে শত্রুর গুপ্তচরবৃত্তি ও চক্রান্তমূলক পদক্ষেপ মোকাবিলায় সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে কেসিএনএ।