উত্তরপ্রদেশে নাগরিকত্ব আইনের প্রয়োগ শুরু

16

ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইনের প্রাথমিক পর্যায় বাস্তবায়ন শুরু করেছে উত্তরপ্রদেশে বিজেপির যোগী আদিত্যনাথ সরকার। ইতিমধ্যেই হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের চিহ্নিতকরণের কাজ শুরু করেছে রাজ্য সরকার। শরণার্থীদের চিহ্নিত করার পর তাদের নাগরিকত্ব দেওয়ার কাজও শুরু হবে বলে রাজ্য সরকারের বরাত দিয়ে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম। শরণার্থীদের চিহ্নিত করার এই প্রক্রিয়ার মাধ্যমেই রাজ্যে অনুপ্রবেশকারী সম্পর্কে প্রকৃত তথ্য সামনে আসবে বলে মনে করে রাজ্য প্রশাসন। নাগরকিত্ব আইন নিয়ে দেশজুড়ে কেন্দ্র-বিরোধী একাধিক রাজনৈতিক দল প্রতিবাদে শামিল হয়েছে। নাগরিকত্ব আইন তৈরি করে কেন্দ্র বিভাজনের রাজনীতি করছে বলেও অভিযোগ তুলেছেন বিরোধী নেতারা। ইতিমধ্যেই বিজেপি বিরোধী একাধিক রাজ্য এই আইনের বিরুদ্ধে আওয়াজ তুলেছে।
পশ্চিমবঙ্গ, কেরালা, মধ্যপ্রদেশ, রাজস্থানসহ বেশ কয়েকটি রাজ্য নাগরিকত্ব আইন কার্যকর করবে না বলে জানিয়েছে। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নাগরিকত্ব আইন ও এনআরসি ইস্যুতে কেন্দ্র বিরোধিতায় পথে নেমেছে শিক্ষার্থীদের একাধিক সংগঠন। এই আবহের মধ্যেই এবার উত্তরপ্রদেশে চালু হলো নাগরিকত্ব আইনের প্রত্রিয়া। রাজ্য প্রশাসনের শীর্ষ মহল থেকে এ ব্যাপারে জেলা প্রশাসকদের কাছে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেশী দেশ থেকে আসা শরণার্থীদের চিহ্নিত করতে বলা হয়েছে জেলা প্রশাসনগুলোকে।