ঈদ উপহার বিতরণ

13

শুলকবহর ওয়ার্ড
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল গত ৩০ এপ্রিল সকালে সামারা কনভেনশন সেন্টারে ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলমের ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে অসহায় দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন। ‘ঈদ আনন্দ ছড়িয়ে পড়–ক সবার মাঝে’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, শুলকবহর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান সুফী, ৪২নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী সিদ্দিক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ তাহের, আওয়ামীলীগ নেতা কমল বড়ুয়া, নাজমুল আহসান, মো. হোসেইন, আকতার ফারুক, কফিল উদ্দিন খোকন, জাফর আহম্মদ, সৈয়দ হারুন সর্দার, এম এ মান্নান খান, দ্বীনবন্ধু দাশগুপ্ত, নগর যুবলীগ নেতা জাবেদ হোসেন খান, আওয়ামীলীগ নেতা তৌহিদুল আনোয়ার সেন্টু, অহিদ চৌধুরী মুক্তি, প্রিয়লাল গোস্বামী, বজল আহম্মদ, শাহিনুল আলম, আল মাসুদ চৌধুরী হিরো, সাইফুল ইসলাম, এস এম ওয়াজেদ, এরশাদ উল্লাহ মুন্না, জাহেদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ইফতেখার হাসান বেনজির, যুবলীগ নেতা সোহেল রানা, সাবেক ছাত্রনেতা মাসুদ খান, মো. ইকবাল, ইসকান্দর শিবলু, ইঞ্জিনিয়ার তৈয়ব ইসলাম রুবেল, রেজাউল হক রুবেল, রেজাউল করিম খোকন, মো. জাবেদ প্রমুখ।
সেইভ দ্যা হাঙ্গার পিপল
সেইভ দ্যা হাঙ্গার পিপল (এসএইপি) এর উদ্যোগে ২০০ জন পথচারীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। গত২৯ এপ্রিল এমএ আজিজ স্টেডিয়াম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা শ্রমিক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুবা আহসান চৌধুরী, মো. সোহেল হক, জাহাঙ্গীর আলম, আনিসুর রহমান চৌধুরী, সাহেদ হোসেন হিরা, দিদারুল আলম সাগর, মো. আকিব প্রমুখ।
ফ্রেন্ডস এসোসিয়েট ৮২
ফ্রেন্ডস এসোসিয়েট ৮২ আয়োজিত ইফতার মাহফিল গতকাল একটি কমিউনিটি সেন্টারে মহিউদ্দিন মঈন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ড. সেলিম উদ্দিন, ইরশাদ সাঈদ, আরিফ আহমেদ, তারিকুল ইসলাম সেন্টু, সাইফ কামাল, আব্দুল হাই পিন্টু, মনজুর কাদের, ফরিদুজ্জামান মিনুসহ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
যুবলীগ নেতা সাজ্জাদ আলী
মহানগর যুবলীগের আহŸায়ক মো. মহিউদ্দিন বাচ্চুর ব্যবস্থাপনায় ও মহানগর যুবলীগের সংগঠক মোহাম্মদ সাজ্জাদ আলীর উদ্যোগে চাঁন্দগাও ওয়াদুদিয়া ফয়জুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় ইফতার ও ঈদ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন চাঁন্দগাও বি ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসা, মো. সালাউদ্দিন, রাকিবুল হুদা, আরিয়ান মাহমুদ শিবলী, ইসফাকুল ওয়াজেদ, তানভির আলম ইরফান, মাহের আসিফ, মো. ফারদিন প্রমুখ।
তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর
মাঝে ঈদ উপহার
যুব মহিলা লীগ চট্টগ্রাম মহানগর আহŸায়ক অধ্যাপিকা সায়রা বানু রৌশনী ব্যক্তিগত উদ্যোগে গতকাল তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেছেন। নগরীর আমবাগান এলাকায় বসবাসরত জনগোষ্ঠীর মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। এসময় তিনি বলেন, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী সমাজে অবহেলিত একটি গোষ্ঠী। শিক্ষা, কর্মসংস্থানসহ বিভিন্ন কল্যাণমুখী পদক্ষেপের মাধ্যমে তাদেরকে সমাজের মূল স্রোতে সম্পৃক্ত করতে হবে। তাদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করতে হবে। অবহেলা নয়, সহযোগিতার হাত বাড়াতে হবে তাদের প্রতি। তারা হাসলে আমারা যেন আনন্দিত হই। ইফতার ও ঈদ সামগ্রী পেয়ে আগত সকলের মুখে হাসি ফোটে। এসময় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আদর্শ গ্রাম শেখটোলা
মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আদর্শ গ্রাম শেখটোলা’র উদ্যোগে ১০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী সংগঠনের সভাপতি মেহেদী হাসান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামশেদ আলম চৌধুরী তপুর সঞ্চালনায় ঈদ উপহার বিতরণের পাশাপাশি এক দরিদ্র মেয়ের বিয়েতে নগদ বিশ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়। প্রধান অতিথি ছিলেন মঘাদিয়া ইউপি চেয়ারম্যান মাস্টার জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি ছিলেন পাহাড়তলী কলেজের সাবেক অধ্যক্ষ হাসান খান চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সংগঠনিক সম্পাদক হারুন রশিদ, যুবলীগের সভাপতি তোফাজ্জেল হোসেন চৌধুরী, দূর্বার প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দিন, সিনিয়র সহ সভাপতি প্রভাষক একরামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর করিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, অর্থ সম্পাদক তাসিফ চৌধুরী, প্রকাশনা সম্পাদক জোবায়ের আলম চৌধুরী অপু, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ফাহিম, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ জিয়া উদ্দিন প্রমুখ।
আগ্রাবাদে ইফতার বিতরণ
নগরীর আগ্রাবাদে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের রোগীদের স্বজন ও পথচারীদের মাঝে শিক্ষা উপমন্ত্রীর পক্ষে মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক কালাচাঁদ ভট্টাচার্য সীমান্তের সহযোগিতায় গত ২৯ এপ্রিল ইফতার বিতরণ করা হয়েছে।
ছাত্রলীগ নেতা মো. তানভীর আহমেদ ও নিলয় দাশের ব্যবস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম শহীদুল্লাহ মানিক, জাম্বুরী মাঠ সরকারি (বহুতলা) কলোনি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, ড্রাগস ল্যাবরেটরি কলোনির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ডক বন্দর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বাবু, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুক আহমেদ বুলবুল, ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ্দ ইমতিয়াজ, মা ও শিশু হাসপাতাল ইন্টার্ণ ডক্টরস এসোসিয়েশনের সভাপতি নাহিদুল ইসলাম অপু, আবদুল্লাহ আল মামুন, ছাত্রলীগ নেতা শাহজাহান বাদশা, মো. মাহাবুবুর রহমান সাকিব, কাজী শুভ, সুকান্ত বড়ুয়া, মো. জিশান প্রমুখ।
স্মাইল ভিশন ফাউন্ডেশন
অধিকারবঞ্চিত ও এতিম শিশুদের মাঝে চিলড্রেন কিপ স্মাইলিং ইভেন্টের মাধ্যমে ইফতার আয়োজন, খাবার, ঈদ উপহারসামগ্রী ও নতুন পোশাক বিতরণ করেছে স্মাইল ভিশন ফাউন্ডেশন। গত শুক্রবার পাহাড়তলী থানাস্থ দারুস সালাম মাদ্রাসায় এতিম ও অধিকারবঞ্চিত শিশুদের নিয়ে আয়োজন করা হয় ইফতার মাহফিল।
স্মাইল ভিশন ফাউন্ডেশন সভাপতি মোস্তফা কামাল রাজুর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠক জাহেদুর রহমান সোহেল, বিশেষ অতিথি ছিলেন বিল্লাল চৌধুরী, বনজৌর রেস্টুরেন্টের পরিচালক আক্কাস উদ্দিন, সুরাইয়া আফরোজ, স্বাগত বক্তব্য দেন স্মাইল ভিশন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইফুর রহমান মামুন, অনুষ্ঠান সচিব ইফতেখারুল হাসান নোবেল। উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম, এহসানুল হক হিমেল।
মুনিরনগর-রামপুরা ওয়ার্ড
পবিত্র রমজান উপলক্ষে এবং জাতির জনক বঙ্গবন্ধুর সন্তান বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের জন্মদিনে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে মুনিরনগর ও রামপুরা ওয়ার্ডে অসহায়-দুস্থদের মাঝে শাড়ি-লুঙ্গিসহ ঈদবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা জানে আলম, মো. নাসির, মো. ফরিদ, এসএম হাবিব উল্লাহ, আনিফুর রহমান লিটু, নুরুন্নবী পারভেজ, এসএম কিবরিয়া, ওয়াছিত রহমান, আতিকুর রহমান, সালাউদ্দিন বাবর, তানভীর বিন হাসান, নুরুল ইসলাম, মো. ইসমাঈল, হোসেন আহমেদ, নুরুল আজিম, দিদার, রেজাউল করিম, নুর উদ্দিন, নুর আলম, সায়েম, আবিদ, সৌরেন বড়ুয়া, ইমরান, জনি, মামুন, মিজান, এরশাদ, তারেক, তপু, লাভলু, রিদয়, সাব্বির, অনল, শান্ত, সোহেল, শওকত, পারভেজ, নাজমুল, বাবু, সাফায়েত, ইসতি প্রমুখ। বিজ্ঞপ্তি