ইয়ূথ কনভয় চট্টগ্রাম এর সংবর্ধনা

16

শিক্ষা, চিকিৎসা, প্রযুক্তি ও ক্রীড়া সর্বক্ষেত্রে চৌকস মেধাবীদের স্থান দিতে হবে। নিষ্কলুষভাবে এটুকু করা সম্ভব হলে দেশ সর্বক্ষেত্রে এগিয়ে থাকবে। ঘুষ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মানে মেধাবী তরুণ যুবকদের অঙ্গীকারবদ্ধ হতে হবে। ১৪ জানুয়ারি বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে ইয়ূথ কনভয় চট্টগ্রাম আয়োজিত কৃতি শিক্ষার্থী ও গুণী সংবর্ধনা অনুষ্ঠান মোহাম্মদ টিপু সুলতানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সংবর্ধনা সভায় অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোরশেদুল আলম, দৈনিক কক্সবাজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফাতেমা জাহান, সহকারী অধ্যাপক রাজু সাহা, অধ্যক্ষ শোভন কৃষ্ণ চৌধুরী, ব্রাদার্স অর্কিড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দীন, রূপালী ক্রেডিট কো-অপারেটিভ লিমিটেডের ডিজিএম লুৎফুল করিম, অধ্যাপক উত্তম কুমার দে, অধ্যাপক মিঠু সাহা প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন মুহাম্মদ শওকত আলী নূর, গুণী সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার, সোহেল মো. ফখরুদ-দীন, সাজ্জাদুল করিম রিংকু, খোরশেদ আলম ফারুকী, নাজাত সুলতানা। সভায় শতাধিক কৃতি শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা সনদ দেওয়া হয়। বিজ্ঞপ্তি