ইয়ুথ ওয়েলফেয়ার মিশনের শিক্ষাসামগ্রী বিতরণ

19

আর্তমানবতার কল্যাণে নিবেদিত সংগঠন ইয়ুথ ওয়েলফেলার মিশন-বাংলাদেশ এর উদ্যোগে ফটিকছড়ির হারুয়ালছড়ি ত্রিপুরা পল্লীতে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে গতকাল শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। রাঙ্গাপানি চা বাগান সর্বজনীন পূজা মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে ব্যাগ, বই, খাতা, কলম, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর ইত্যাদি শিক্ষাসামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিশনের প্রধান পৃষ্ঠপোষক সমাজসেবক রুবেল সাহা। বিশেষ অতিথি ছিলেন মিশনের পৃষ্ঠপোষক এস প্রকাশ পাল, সত্যজিৎ ধর (সাজু), রাঙ্গাপানি চা বাগান পূজা মন্দিরের উপদেষ্টা লক্ষণ নাথ, সংগঠক অপু দে, নিউটন দেব, অন্তর কুমার দে, সুজন মুন্ডা, রাঙ্গাপানি মহোৎসব উদ্যাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক কৃষ্ণ ত্রিপুরা, মাধব চক্রবর্তী, সুরঞ্জিত ধর।
মিশনের সভাপতি শ্বাশত গুহ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক অনিক রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভ ধর, শিক্ষা উৎসবের প্রধান সমন্বয়কারী জয় দাশ। উপস্থিত ছিলেন মিশনের সদস্য ইমন শর্মা, সৌরভ বণিক (সুয়েল), অমিত দাশ, রুপন দাশ, তন্ময় বণিক, কনক শর্মা, ঋতিক দত্ত প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবতার সেবাই প্রকৃত ধর্ম। প্রত্যেক ধর্মেই মানবতার পূজা ও সেবার নির্দেশনা রয়েছে। সৃষ্টির সেবা করলেই ¯্রষ্টার আশীর্বাদ মিলে। দরিদ্র জনগোষ্ঠিও আমাদের সমাজের অংশ। তাদের অবহেলা করে সমাজ কখনও এগিয়ে যেতে পারে না। তারা সঠিক পরিচর্যা ও পুনর্বাসন পেলে সমাজে অবদান রাখতে পারবে। বিজ্ঞপ্তি