‘ইহ ও পরকালীন মুক্তির গাইড আলকোরআন’

7

 

বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত এর কো-চেয়ারম্যান শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, মানবজাতির ইহ ও পরকালীন শান্তি এবং মুক্তির একমাত্র গাইড পবিত্র ঐশীগ্রন্থ আলকোরআন। জাতীয় জীবনে সুস্থ ও স্থিতিশীল সমাজ প্রতিষ্ঠায় ইসলামী আদর্শ চর্চা ও অনুশীলনের বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন। সন্দ্বীপ মগধরা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন, বলেছেন, ৯২ শতাংশ মুসলিম অধ্যুষিত এদেশের ৯০ ভাগই সুন্নী মুসলমান। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত সন্দ্বীপ এর উদ্যোগে গত ৪ ফেব্রুয়ারি সন্দ্বীপ শিবের হাট বড় মসজিদ সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত দরসুল কোরআন মাহফিলে উপরোক্ত মন্তব্য করেন।
বিশিষ্ট রাজনীতিবিদ মৌলভি মাস্টার মোহাম্মদ গোলাম তোহা এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ এস এম আনোয়ার হোসেন, প্রধান মুফাস্সির হিসেবে দরস পেশ করেন, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর কেন্দ্রীয় কো-চেয়ারম্যান শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আজমল খান রেজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ সারিকাইত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশিষ্ট রাজনিতিবিদ আলহাজ্ব ফখরুল ইসলাম পনির। প্রধান ওয়ায়েজ হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আল্লামা জানে আলম নেজামী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুহাম্মদ মহসিন সাহেব। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত এর কেন্দ্রীয় নেতা মাওলানা মোজাম্মেল হোসাইন।
ছাত্রনেতা মোহাম্মদ মিসবাহুল ইসলাম। শাফায়েত ইসলাম রিফাত এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাহফিলের আহবায়ক মাওলানা মোহাম্মদ বোরহান উদ্দিন, সচিব মাওলানা মোহাম্মদ ইমদাদ খান, মুফতি মাওলানা মোহাম্মদ ইয়ার খান নইমী,আবু সাইদ, আব্দুর রহিম আজাদ, নুরুন নবী রুমি, মাওলানা মোশাররফ হোসাইন, মাওলানা রুহুল আমিন, মাওলানা আবু ইউসুফ, মাওলানা শফিকুল ইসলাম, মাস্টার কামরুল হাসান, মাওলানা শামসুল আলম, শাখাওয়াত হোসাইন, তাওসিফ রহমান তানিম, তানভির হোসাইন, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ মোহাব্বত প্রমুখ।