ইসলামিক ফ্রন্টের স্মারকলিপি

11

 

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি চট্টগ্রাম জেলা প্রসাশকের মাধ্যমে গত ৩ এপ্রিল জেলা প্রসাশক কার্যালয়ে মহানগর শাখা সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ওয়াহেদ মুরাদের নেতৃত্বে প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক ইলিয়াছ খান ইমু, সাংগঠনিক সম্পাদক ডা হাশমত আলী তাহেরী,মাওলান মহি উদ্দীন তাহেরী, আলহাজ্ব মাসুদ করিম চৌধুরী, শাহজাদা মঈন উদ্দীন সনজরী, মাসুদ করিম চৌধুরী, মুহাম্মদ আবদুল্লাহ, সাফাত প্রমুখ।স্মারক প্রদান কালে নেতৃবৃন্দ তুলে ধরেন -দ্রব্যমূল্যের সাথে মানুষের জীবনযাপনের সম্পর্ক অবিচ্ছেদ্য। মানুষের জীবন নির্বাহের সামগ্রিক কর্মপন্থা নির্ণীত হয় তাদের আয়ের উৎস, চাহিদা এবং দ্রব্যমূল্যের উপরই। এক্ষেত্রে যদি কোনপ্রকার ব্যত্যয় ঘটে,তাহলে সাধারণ মানুষের জীবনে নেমে আসে অশান্তি। এমনকি অর্ধাহার-অনাহার তথা অভুক্ত থাকতে হয় অনেককেই।এমতাবস্থায় পন্যমূল্যের উর্ধগতি রোধ করা না গেলে সামজিক জীবনে নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাই এ মূহুর্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকায় এগিয়ে আসতে হবে। তারা নিম্মোক্ত দাবি তুলে ধরেন বাজারকে কঠোর নজরদারির আওতায় আনতে হবে। জোরদার মনিটরিং অব্যাহত রেখে ভোগ্যপন্যের সরবরাহ বৃদ্ধি এবং মূল্য সহনীয় পর্যায়ে আনতে হবে। বিজ্ঞপ্তি