ইরানবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় দৃঢ়প্রতিজ্ঞ রুহানি

12

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, শত্রুদের ষড়যন্ত্র মোকাবিলায় প্রতিরোধ গড়ে তোলা ছাড়া আর কোনও পথ নেই। ইরানি সংবাদমাধ্যম পার্সটুডের এক প্রতিবেদন থেকে জানা গেছে, শনিবার রাতে তেহরানে একজন যুদ্ধাহতকে দেখতে গিয়ে এ কথা বলেছেন তিনি।
উল্লেখ্য, তেহরান ও ৬ পরাশক্তির মধ্যে সম্পাদিত পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করে নেওয়ার পর থেকেই উত্তপ্ত মধ্যপ্রাচ্যের রাজনৈতিক প্রেক্ষাপট। সেপ্টেম্বরে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো-র দুইটি বৃহৎ তেল স্থাপনায় ড্রোন হামলার পর সৌদি আরবের তেল উৎপাদন অর্ধেকে নেমে আসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার জন্য ইরানকে দায়ী করেন। ইরান এই অভিযোগ অস্বীকার করে এলেও স¤প্রতি এই ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের পক্ষ থেকে ইরানকে সামরিক হুমকি দেওয়া হয়। ইরানও পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে আসছে।
শনিবার রুহানি বলেছেন, শত্রুরা ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে, তবে ইরানি জনগণ প্রতিরোধের মাধ্যমে এসব ষড়যন্ত্র নস্যাৎ করে দিচ্ছে। তিনি বলেন, মার্কিন সরকার জাতিসংঘের অনুমোদিত পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে গিয়ে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। রুহানি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কট্টরপন্থীদের সঙ্গে ইহুদিবাদী ও সৌদি নেতারাও যোগ দিয়েছেন এবং ইরানি জনগণের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করছেন।