ইম্পেরিয়াল সিটির লিডারশিপ ক্যাম্প ‘উইসডম’ প্রস্তুতি সভা

37

লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির লিও লিডারশিপ ক্যাম্প ‘উইসডম’ সফলকল্পে প্রস্তুতি সভা শুক্রবার সন্ধ্যায় লায়ন্স ক্লাব প্রেসিডেন্ট লায়ন আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ক্যাম্পের বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করে বক্তব্য রাখেন ক্লাবের গাইডিং লায়ন ডা. আবদুল্লাহ আল হারুন, সিনিয়র গভর্নর অ্যাডভাইজার লায়ন মোহাম্মদ আলী চৌধুরী, লিও ক্লাব অ্যাডভাইজার লায়ন নুরুল আরশাদ চৌধুরী, লায়ন্স জেলার জোন চেয়ারপার্সন লায়ন আসিফ উদ্দিন ভুঁইয়া, ক্যাম্প কোঅর্ডিনেটর লায়ন কাশেম শাহ, লায়ন্স ক্লাবের জয়েন্ট সেক্রেটারি লায়ন শাহতাব উদ্দিন রিকো, লায়ন আবু রায়হান, লায়ন নাজনীন সুলতানা যুঁথি প্রমুখ। সভায় আগামী ২৮ নভেম্বর দিনব্যাপী অনুষ্ঠিতব্য শীতকালীন লিডারশিপ ক্যাম্প উইসডোম এর কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচিতে রয়েছে-বিষয়ভিত্তিক ট্রেনিং সেশন, আইকিউ টেস্ট, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা ও গুলিয়াখালী সৈকত ভ্রমণ। প্রশিক্ষণ দেবেন লায়ন্স ক্লাবের গাইডিং লায়ন ডা. আবদুল্লাহ আল হারুন, লায়ন্স জেলার জিএমটি কোঅর্ডিনেটর লায়ন আরিফ আহমেদ ও ইম্পেরিয়াল সিটি লিও ক্লাবের এক্সিটিউভ মেম্বার লিও মিজানুর রহমান। ক্যাম্পে অংশগ্রহণকারী সকল লিও সদস্যদের ২৮ নভেম্বর সকাল ৭টা ১৫ মিনিটে বটতলী রেলস্টেশনের রিপোর্ট করার জন্য ক্যাম্প চেয়ারম্যান লিও সীমান্ত বড়–য়া ও ক্লাব প্রেসিডেন্ট লিও আহমেদ উল্লাহ পাপন অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি