ইফতার ও সেহরীসামগ্রী বিতরণ

18

তাহের নাহার ফাউন্ডেশন :
গত ১ এপ্রিল পাঁচলাইশ ৩ নম্বর ওয়ার্ড শহিদ নগরে কাউন্সিলর শফিকুল ইসলামের বাসভবন সম্মূখে তাহের নাহার ফাউন্ডেশনের আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তাহের নাহার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ এমরানের সভাপতিত্বে আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়েজিদ থানা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান, পাঁচলাইশ ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম, পাঁচলাইশ ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুস শাকুর ফারুকী, চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের বোর্ড সদস্য অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ নেতা সাইফুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন প্রমূখ।

হাজী ইসহাক ফাউন্ডেশন :
পূর্ব ষোলশহর ওয়ার্ডে মধ্যবিত্ত ও কর্মহীন অসহায় পরিবারের মাঝে গত বৃহস্পতিবার হাজী ইসহাক ফাউন্ডেশনের সৌজন্যে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করেন কাউন্সিলর লায়ন এম আশরাফুল আলম। উপস্থিত ছিলেন এ ইউনিট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন, ফারুক আল ফয়সাল, অধ্যক্ষ এম সোলাইমান কাসেমী, মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ নাওশাদ, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ খোরশেদ, মোহাম্মদ ওয়াহিদ, মোহাম্মদ আজাদ, মোহাম্মদ মুন্না,আবদুল্লাহ আল আহসান হিমেল, মোহাম্মদ কাউসার, মোহাম্মদ আহাদ, মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ জিশান, মোহাম্মদ রাতুল প্রমুখ।

শেখ রাসেল স্মৃতি সংসদ :
গত ২ এপ্রিল চট্টগ্রাম মহানগর আওতাধীন ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রায় দুই শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান শেখ রাসেল স্মৃতি সংসদ দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড সভাপতি ও ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি মো. ওমর ফয়সাল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নুরুল আজম তুষারের পরিচালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর, মহানগর আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব জাফর আলম চৌধুরী, বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. নাজিম উদ্দিন, আব্দুল হালিম, বি-ইউনিট আওয়ামী লীগের সভাপতি নুরুল আনোয়ার, সাধারণ সম্পাদক মো. এমরান, যুবলীগ নেতা এনাম বাদশা, মো. আজাদ, ছাত্রলীগ নেতা মো. মহিম, জিকু, নঈম, কদর, তালেব, ফাহিম প্রমুখ।

আহলে সুন্নাত ওয়াল জামাআত বন্দর থানা :
বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত বন্দর থানার ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান মাইজপাড়াস্থ সংগঠনের কার্যালয়ে আলহাজ্ব মুহাম্মদ শাহিনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মুহাম্মদ কাউসারুল ইসলাম সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

আকবরশাহ থানা যুবদল :
যুবদল কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি বলেছেন, দেশের বিচার ব্যবস্থা সহসকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে।
আকবর শাহ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে ও ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবদলের আহবায়ক মো. ইউনুছের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ওয়ার্ড কাউন্সিলর আকবরশাহ থানা বিএনপির সভাপতি আলহাজ আব্দুস সাত্তার সেলিম, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি জমির আহমেদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, থানা বিএনপির সহ- সভাপতি জামাল উদ্দিন কোম্পানি, মমতাজ বাদল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মাস্টার প্রমুখ।