ইফতারসামগ্রী বিতরণ

5

পাথরঘাটা জয় বাংলা যুব পরিষদ : গত ১৪ মার্চ পাথরঘাটা ওয়ার্ডে আশরাফ আলী রোড এলাকায় জয় বাংলা যুব পরিষদ ৩৪নং পাথরঘাটা ওয়ার্ডের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।
অনুষ্ঠানে মিঠুন দাশের সভাপতিত্বে বাবলু আচার্য্য শ্রাবনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম, পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের আহব্বায়ক আফছার আহম্মদ, পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-আহব্বায়ক আনিসুর রহমান ইমন,¡ কাজল সেন প্রমুখ।

ইপিজেড থানা বিএনপি : গত ১৪ মার্চ দক্ষিণ হালিশহর সিমেন্স হোস্টেলস্থ বায়তুর রায়হানে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইপিজেড থানা বিএনপির উদ্যোগে ও থানা বিএনপির সাধারণ সম্পাদক রোকন উদ্দিন মাহমুদের সার্বিক তত্ত¡াবধানে সেহেরী ও ইফতার সামগ্রী করা হয়। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ এম এ আজিজ, আমীর খসরু মাহমুদ চৌধুরীর সন্তান ই¯্রাফিল খসরু মাহমুদ চৌধুরী। আবুল হাশেম বক্কর বলেন, রোজা শুরুর আগে থেকেই বাজার অস্থিতিশীল করেছে মুনাফা শিকারি চক্রগুলো। আলহাজ্ব এম এ আজিজ বলেন, বর্তমানে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামে সাধারণ মানুষ অসহায়। ইপিজেড থানা বিএনপির সাধারণ সম্পাদক রোকন উদ্দিন মাহমুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান খান, ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আব্বাস আলী, জাহাঙ্গীর আলম, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি মো. হোসেন টিটু প্রমুখ।

মাবুদ ফজিলা ফাউন্ডেশন : মাবুদ ফজিলা ফাউন্ডেশন ও আবদুল মাবুদ ওয়েলফেয়ার ট্রাস্টের যৌথ উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও গরীব দুঃস্থ রোজাদারদের গত ১১ মার্চ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাবুদ ফজিলা ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ জাহিদ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ ইফতেখার হোসেন, আলহাজ ইব্রাহিম খলিল, ক্রিড়া সংগঠক শাহজাদা আলম, বেগম হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ সাজ্জাদ আলম, হাসান মুন্না, রবিউল হোসেন, সাহেদ হোসেন, মেহিদী মাসুদ, এজহার মিয়া, সুপম কুমার বড়ুয়া প্রমুখ।