ইন্ডিয়ান ওয়েলসের শেষ আটে ফেদেরার, ওসাকার বিদায়

28

ইন্ডিয়ান ওয়েলসে জয়ের ধারা অব্যাহত রেখেছেন রজার ফেদেরার। ব্রিটেনের কাইল এডমুন্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন সুইস তারকা। এডমুন্ডকে হারাতে খুব বেশি কষ্ট করতে হয়নি ফেদেরারকে। ৬-১, ৬-৪ গেমে জয় পেয়েছেন মাত্র এক ঘণ্টার বেশি সময়ে। তার মতো শেষ আট নিশ্চিত করেছেন রাফায়েল নাদালও। ফিলিপ ক্রাজিনোভিচকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই। পরের রাউন্ডে কারেন খাচানোভের মুখোমুখি হবেন নাদাল। অপর দিকে দুবাইয়ে শততম এটিপি শিরোপা জেতা ফেদেরার পরের রাউন্ডে মুখোমুখি হবেন র‌্যাংকিংয়ের ৬৭ নম্বর হুবার্ট হুরকাকজের। মেয়েদের এককে ইন্ডিয়ান ওয়েলসের শিরোপা অক্ষুণ্ণ রাখার স্বপ্ন শেষ হয়ে গেছে নাওমি ওসাকার। চতুর্থ রাউন্ডে তাকে হারিয়েছেন বেলিন্ডা বেনচিচ। ইউএস ওপেন ও অস্ট্রেলিয়া ওপেন জয়ী ওসাকা কোনও প্রতিরোধ গড়তে পারেননি বেনচিচের সামনে। হেরেছেন ৬-৩, ৬-১ গেমে।
নক্ষত্র পতনের দিনে বিদায় নিয়েছেন সিমোনা হালেপও। বিশ্ব র‌্যাংকিংয়ের ২ নম্বর হালেপ অবিশ্বাস্যভাবে হেরেছেন চেক তরুণী মারকেটা ভোন্ড্রোসোভার কাছে। দ্বিতীয় সেটে হালেপ জিতলেও শেষ পর্যন্ত তিনি হেরে গেছেন ৬-২, ৩-৬ ও ৬-২ গেমে। শীর্ষ ৫ কোনও টেনিস তারকার বিপক্ষে এবারই প্রথম জয়ের স্বাদ পেলেন ১৯ বছর বয়সী মারকেটা যার র‌্যাংকিং ৬১।