ইউরোপা লিগে হেরেছে আর্সেনাল-ম্যানইউ

37

বৃহস্পতিবার ঘরের মাঠে আইন্ত্রাখত ফ্রাঙ্কফুর্টের কাছে ইউরোপা লিগে ২-১ গোলে হেরে গেছে গানাররা। একই ব্যবধানে কাজাখস্তানের এফসি আস্তানা হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে।
আর্সেনাল জয়ের স্বাদ পায়নি এক মাসেরও বেশি হয়ে গেলো। গত ২৫ অক্টোবর গুইমারায়াসেকে হারিয়েছিল তারা ইউরোপা লিগে। সব ধরনের প্রতিযোগিতায় ৭ ম্যাচে এবার দ্বিতীয় হারের স্বাদ পেলো তারা। প্রথমার্ধে পিয়েরে এমেরিক অবেমেয়াংয়ের গোলে এগিয়ে ছিল স্বাগতিকরা। কিন্তু বিরতির পর দাইচি কামাদার জোড়া গোলে হার মানে তারা।
অবশ্য এই হারের পরও ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রæপের শীর্ষে আর্সেনাল। এক পয়েন্ট কমে দ্বিতীয় স্থানে ফ্রাঙ্কফুর্ট। স্তান্দার্দ লিয়েজ ৭ পয়েন্ট নিয়ে তিনে। গুইমারায়েসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। ১২ ডিসেম্বর শেষ ম্যাচে গানাররা মুখোমুখি হবে লিয়েজের।
প্রিমিয়ার লিগে ব্যস্ত সূচি থাকায় তরুণ একটি দল কাজাখস্তানে নামান ম্যানইউ কোচ উলা গুনার সুলশার। এর মাশুল দিতে হয়েছে হেরে। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানইউ। তাদের টপকে যাওয়ার সুযোগ নষ্ট করেছে এজেড আল্কমার, পার্টিজান বেলগ্রেডের সঙ্গে ২-২ গোলের ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দলটি।