ইউপিডিএফ’র বিক্ষোভ সমাবেশ

83

পার্বত্য চট্টগ্রামে নিপীড়িত জাতি ও জনগনের গণতান্ত্রিক দল ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও আটককৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চার পাহাড়ি সংগঠন। গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ চট্টগ্রাম শাখার নেতাকর্মীরা যৌথভাবে এ কর্মসূচী আয়োজন করে। বিক্ষোভ মিছিলটি গত ২৯ নভেম্বর শুক্রবার বিকাল ৩ ঘটিকায় নগরীর ডিসি হিল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রেসক্লাব প্রদক্ষিণ করে চেরাগী মোড়ে এসে সমাবেশের মধ্যেদিয়ে শেষ হয়। যুব নেতা শুভ চাকের সভাপতিত্বে ছাত্রনেতা অমিত চাকমার সঞ্চালনায় মিছিল পরবর্তী অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পিসিপি চবি শাখার সভাপতি ত্রিরতœ চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের নগর শাখার সভাপতি রেশমি মার্মা প্রমুখ। এতে আরো সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জাতীয় মুক্তি কাউন্সিল পূর্ব-৩ সদস্য সচিব আমির আব্বাস তাপু। সমাবেশে বক্তারা বলেন, ভোটারবিহীন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে জনগণের মৌলিক অধিকার পূরণ করার পরিবর্তে অধিকার হরণ করে চলেছে। দেশে যাতে সরকারের অন্যায়-অবিচারের বিরুদ্ধে শক্তিশালী গণ আন্দোলন গড়ে উঠতে না পারে সে জন্য সরকার গণতান্ত্রিক শক্তিসমূহকে দমন-পীড়ন, নিপীড়ন-নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি ভয়াবহ উল্লেখ করে বক্তারা বলেন সরকার ইউপিডিএফকে রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে বল প্রয়োগের মাধ্যমে পাহাড়ি জনগণের ন্যায় সংঘত আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় ইউপিডিএফ ও এর অঙ্গ সংগঠনসমূহের নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার ও কারাগারে প্রেরণ করছে। দীর্ঘ আইনী লড়াইয়ে জামিনে মুক্তি পাওয়া নেতাকর্মীদেরকে কারাগারের ফটক থেকে অন্যায়ভাবে গ্রেফতার দেখিয়ে পুনঃরায় কারা অন্তরীন করছে। বক্তারা অবিলম্বে জামিনে মুক্তি পাওয়া ইউপিডিএফ ও সহযোগী নেতাকর্মীদের মিথ্যা মামলা বন্ধ করাসহ মাইকেল চাকমাকে অক্ষত অবস্থায় উদ্ধার করার দাবি জানান।