আল-হামিম ইনস্টিটিউটের গার্ডিয়ানস মিটিং অনুষ্ঠিত

11

আল-হামিম ইনস্টিটিউটের ২০২৩ শিক্ষাবর্ষের প্রথম গার্ডিয়ান মিটিং অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকাল দশটার মধ্যেই অভিভাবকদের সমাগমে মুখরিত হয়ে ওঠে ইনস্টিটিউট প্রাঙ্গণ। কুরআন তিলাওয়াতের পর জেনারেল কো-অর্ডিনেটর ফসিহ উদ্দীন মাহতাবের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। শিক্ষার মান উন্নয়নে শিক্ষক এবং অভিভাবকদের মাঝে দুই ঘণ্টা ধরে চলে মতবিনিময় সভা। অভিভাবকরা ইনস্টিটিউটের সার্বিক কার্যক্রম ও সেবায় সন্তুষ্টি প্রকাশ করেন। প্রিন্সিপাল আরিফুল ইসলাম প্রতিষ্ঠানের নিয়ম-কানুন ও লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে ইনস্টিটিউটের চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক পদ্ধতিতে পাঠদানের পাশাপাশি নৈতিক শিক্ষার ওপর জোর দেওয়া অপরিহার্য। একটি আদর্শ জাতি গঠন করতে হলে শৈশব-কৈশোর থেকেই শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার বিকল্প নেই।’