আল্লামা হাশেমীর খোশরোজ আজ

133

উপমহাদেশের শীর্ষস্থানীয় ইসলামী ব্যক্তিত্ব, আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমীর ৯০ তম পবিত্র খোশরোজ শরীফ আজ। ১৯২৮ সনে ২৮ ডিসেম্বর ১৪ পৌষ বাংলা ১৫ রজব মাসে নগরীর জালালাবাদ ওয়ার্ডের সম্ভ্রান্ত মুসলিম কাযী পরিবারে হাশেমী বংশে এই মহান ব্যক্তিত্ব জন্ম গ্রহণ করেন। প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে সর্বশেষ উপমহাদেশের সর্বউচ্চ দ্বীনি বিদ্যাপীঠ ঢাকা সরকারি আলীয়া মাদ্রাসা থেকে কামিল ফাষ্ট ক্লাস ফাষ্ট ও প্রাচ্যের অ্রক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সুনামের সাথে উর্দু ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেন। শিক্ষা জীবন শেষ করেই তখনকার সময়ে খ্যাতনামা দ্বীনি বিদ্যাপিঠ ওয়াজেদীয়া আলীয়া মাদ্রাসায় হাদিসের দরস দান শুরু করেন। পরবর্তীতে জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলীয়া মাদ্রাসা, শাহচান্দ আউলিয়া আলীয়া মাদ্রাসা, জামেয়া আজিজিয়া অদুদীয়া আলীয়া, হাটহাজারী, ইত্যাদি মাদ্রাসার অধ্যাপনা করেন। আজ শুক্রবার বিকাল ২টা হতে কর্মসূচি শুরু হবে। কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআনুল করিম, খতমে গাউছিয়া, খতমে খাজেগান ইত্যাদি।
আলোচনায় অংশগ্রহণ করবেন আল্লামা ছৈয়দ নুরুল মোনাওয়ার, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার শাইখুল হাদিস আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী। মিলাদ কিয়াম, মুনাজাত ও তাবারুক বিতরণ ইত্যাদি। খবর বিজ্ঞপ্তির