আল্লামা মাহাবুবুল আলম রেজভী বার্ষিক ফাতেহা

31

জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সিনিয়র আরবী প্রভাষক হযরতুলহাজ¦ আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জোবাইর রজভী (মু.জি.আ) বলেন, কীর্তিমানদের কেউ স্মরণ করুক আর নাই করুক। তাদের রেখে যাওয়া কর্মই তাঁদের বাঁচিয়ে রাখে। সফল ব্যক্তির জীবন চিত্র আলোচনা ও স্মরণের মাধ্যমে তাদের প্রতি কৃতজ্ঞতা জানালে আরো সফল ও কীর্তিমান ব্যক্তির জন্ম হয়। হযরতুলহাজ¦ আল্লামা আবুল ওয়াকা মুহাম্মদ মাহাবুবুল আলম রেজভী (রহ.) আজীবন দ্বীন ইসলামের খেদমত করেছেন। আল্লামা আবুল ওয়াকা মুহাম্মদ মাহাবুবুল আলম রেজভী (রহ.) এর ১৩তম বার্ষিক ফাতেহা উপলক্ষে গত ১৩ ফেব্রæয়ারি বৃহস্পতিবার হযরত খাজা কালু শাহ্ (রহ.) দরগাহ্ প্রাঙ্গণে মাহফিলে সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন। আল্লামা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী (মু.জি.আ)’র পরিচালনায় মাহফিলে সভাপতিত্ব করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সিনিয়র আরবী প্রভাষক হযরতুলহাজ¦ আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জোবাইর রজভী (মু.জি.আ)। বক্তব্য রাখেন অধ্যক্ষ আল্লামা আব্দুল আউয়াল, আল্লামা আতাউর রহমান নঈমী, মাওলানা এএসএম সোবাইর রজভী, মুহাম্মদ নুমাইর, মুহাম্মদ জওহার, মুহাম্মদ জুনাইদ, আল্লামা মুজিব উদ্দিন আলকাদেরী, অধ্যক্ষ আব্বাস উদ্দিন আলকাদেরী প্রমুখ। বিজ্ঞপ্তি