আরও ২২৫৭ রোহিঙ্গা ভাসানচরে পৌঁছল

23

পঞ্চম ধাপের প্রথম দফায় দুই হাজার ২৫৭ জন রোহিঙ্গা সদস্য নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে পৌঁছেছেন। গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে নৌবাহিনীর জাহাজে করে তারা সেখানে পৌঁছান। এদের মধ্যে রয়েছেন ৫৬৩ জন পুরুষ, ৬৬৫ জন নারী ও ১০২৯ জন শিশু। এর আগে সকাল ৯টায় চট্টগ্রামের পতেঙ্গায় নৌ-বাহিনীর পাঁচটি রেডি রেসপন্স বার্থ তাদের নিয়ে ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয়। সড়ক পথে তারা চট্টগ্রাম এসে পৌঁছান। রাতে তাদের বিএএফ শাহীন কলেজ মাঠের অস্থায়ী ক্যাম্পে রাখা হয়।
ভাসানচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহে আলম বলেন, দুই হাজার ২৫৭ জন রোহিঙ্গাকে জাহাজ থেকে নামিয়ে প্রাথমিক মেডিক্যাল পরীক্ষা শেষে গাড়িতে করে ওয়্যার হাউজে সমবেত করা হয়। সেখানে তাদেরকে ভাসানচরে বসবাসের বিভিন্ন নিয়ম-কানুন সম্পর্কে ব্রিফ করা হয়। ব্রিফিং শেষে তাদের ভাসানচরের বিভিন্ন ক্লাস্টারে স্থানান্তর করা হয় বলে জানান তিনি। খবর বাংলা ট্রিবিউনের।
ভাসানচর প্রকল্পের পিডি কমডোর আব্দুল্লাহ আল মামুন বলেন, পঞ্চম ধাপে চার হাজার রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে আসা হবে। বুধবার প্রথম দফায় দুই হাজার ২৫৭ জনকে পাঠানো হয় বলে জানান তিনি।