আমিরের বিধ্বংসী বোলিং, বাবর-আজহার-ইমামের ব্যাটিং

45

বক্সিং ডেতে শুরু হবে তিন ম্যাচের জমজমাট টেস্ট সিরিজ। তার আগে দক্ষিণ আফ্রিকা সফরে নিজেদের বেশ ভালোভাবেই ঝালিয়ে নিয়েছে পাকিস্তানি বোলার এবং ব্যাটসম্যানরা। বিশেষভাবে বললে, পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির এবং ব্যাটসম্যান বাবর আজম, আজহার আলি, ইমাম-উল হক ও হারিস সোহেলএই তিন-চার ক্রিকেটারের দারুণ নৈপুন্যে প্রস্তুতি ম্যাচে জয় দিয়েই দক্ষিণ আফ্রিকা সফর শুরু করেছে পাকিস্তান। বেনোনির উইলোমোর পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত তিনদিনের এই প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশকে পাকিস্তান হারিয়েছে ৬ উইকেটের ব্যবধানে। শেষ ইনিংসে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ১৯৫ রান। ইমাম-উল হক এবং হারিস সোহেলের দারুণ ব্যাটিংয়ে সেই রান সময়মতই সংগ্রহ করে ফেলে পাকিস্তান। ফলে ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে সরফরাজ আহমেদের দল। ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি।