আমিরাতে বাংলাদেশি গণমাধ্যম কর্মীদের মিলনমেলা

14

 

২০২২ সালের শুরুতে নতুন বছরের সূচনায় সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত গণমাধ্যমকর্মীরা ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন একখন্ড বাংলাদেশকে। কাঁধে কাঁধ মিলিয়ে সকল প্রকার মতপার্থক্য ভুলে প্রিয় বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরার অঙ্গীকার করলেন বাংলাদেশি এইসব কলম সৈনিকরা। এই ঐক্য কোন সংগঠনের ব্যানারে নয়। আয়োজনের একমাত্র পরিচয় ছিল আমরা বাংলাদেশী গণমাধ্যম কর্মী। এই আহবানের স্বতঃস্ফূর্তভাবে হাজির হয়েছিলেন আমিরাতের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রিন্ট, ইলেকট্রনিক্স এবং অনলাইন মিডিয়ার একঝাঁক কলম সৈনিক।
শারজাহ স্থানীয় একটি রেস্তোরাঁর প্রান্তরে রবিবার বিকাল জুড়ে প্রতিটি কলম সৈনিকের আত্মপ্রত্যয়ে ছিল মাতৃভূমির গৌরব গাঁথা ইতিহাসের গল্প। এই গল্প শোনার সারথি হয়েছিলেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। দুপুর ১২টা থেকে গণমাধ্যম কর্মীরা লাল টি-শার্ট পরে মিলনমেলায় হাজির হয়েছিলেন। দুপুর দুইটায় যখন সবুজ পাঞ্জাবি পরে কনসাল জেনারেল বি এম জামাল হোসাইন অনুষ্ঠান স্থলে আসেন তখন লাল-সবুজের মিশ্রণ ঘটে। নানারকম প্রতিযোগিতার পাশাপাশি গণমাধ্যমকর্মীদের সাথে প্রাণবন্ত আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বি এম জামাল হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৫২ টিভির বার্তা সম্পাদক তিশা সেন। শুরুতে স্বাগত বক্তব্য নিয়ে আসেন সময় সংবাদ এর আমিরাত প্রতিনিধি ও বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শিবলী সাদিক। মিলনমেলা নিয়ে বক্তব্য রাখেন প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সভাপতি ও একুশে টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার, আরটিভি প্রতিনিধি মাহবুব হাসান হৃদয়, দুর্জয় টিভির সম্পাদক এবং প্রসাসের সাবেক সাধারণ সম্পাদক এমএ মুছা, বাংলা টিভি ও কালের কণ্ঠের প্রতিনিধি এবং প্রসাস সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ৭১ টিভির প্রতিনিধি ও ৫২ টিভির সম্পাদক লুৎফুর রহমান, বাংলা টিভির দুবাই ও উত্তর আমিরাত প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববি, দৈনিক পূর্বকোণের প্রতিনিধি ও প্রসাস এর সিনিয়র সহ-সভাপতি নাসিম উদ্দিন আকাশ, নিউজ২৪ এর প্রতিনিধি আব্দুল আলিম সাইফুল, মাই টিভির প্রতিনিধি শামসুর রহমান সোহেল, ৫২ টিভির বার্তা প্রধান আমিনুল হক, সি প্লাস টিভির আমিরাত প্রতিনিধি ইশতিয়াক আসিফ, প্রবাসের প্রহর প্রতিনিধি নিশাত জাহান চৌধুরী নিশু, বাংলাদেশ সমাচার চট্টগ্রামের বিশেষ প্রতিনিধি গিয়াস উদ্দিন সিকদার, এটিএন বাংলার প্রতিনিধি ওবায়দুল হক মানিক, একাত্তর টিভির ফটোসাংবাদিক জাবেদ আহমদ, কে টিভির প্রতিনিধি নুরুল্লাহ খান শাহাজাহান, সিএনএন বাংলার প্রতিনিধি লায়ন ওসমান চৌধুরী, বঙ্গ টিভির প্রতিনিধি মোহাম্মদ সেলিম, এসএন টিভির প্রতিনিধি মামুন মাহিন, কে-টিভির মৌলভীবাজার প্রতিনিধি সাইফুল আলম সুমন। অনুষ্ঠানে কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বলেন, সাংবাদিকরাই পারেন সমাজের অসংগতি তুলে ধরে সমাজের পরিবর্তন আনতে। এজন্য সাংবাদিকদের মেধা আর পেশাগত দায়িত্ব পালনে সচেষ্ট থাকতে হবে। এসময় তিনি অপসাংবাদিকতাকে নিরুৎসাহিত করতে সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষ থেকে কনসাল জেনারেলকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে সাংবাদিকতার মান উন্নয়নে স্ক্রিপ্ট লেখা প্রতিযোগিতা, ফটোগ্রাফি প্রতিযোগিতা ও টেলিভিশন সাংবাদিকতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কনসাল জেনারেল।