আমাদের ‘জাইল্যা

31

 

বাংলাদেশ মাছে বিশ্বে ৮ নম্বর স্থান অর্জন কিভাবে করেছে তা কয়েকদিনের পর্যবেক্ষণে বোধগম্য হলো। আমাদের অনেক এমপিই মাছ চাষ করে সফলতা অর্জন করেছেন বলে ইতিমধ্যে পত্র-পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি। মাছ চাষে তাঁরা একদম সফল। ইতিমধ্যে সফল মাছচাষি হিসেবে শ্রেষ্ঠ পুরস্কার ‘মৎস্য পদক’ তাঁদের হাতেই উঠেছে। শুদ্ধ আঞ্চলিকে যদি তাঁদের ডেফিনেশন করি তাহলে বলতে হয় মাছচাষি মানে ‘জাইল্যা’। এখন তো দেখছি আমাদের এমপিরা দেশের জাইল্যাদের ভাতও মাইরা খাইবো। কি এক অবস্থা রে বাব্বা!
আমাদের এমপি মহোদয়গণ মাছ চাষ করেন। খুব ভালো কথা। সফলতা অর্জন করেছেন তাও ভালো কথা। এটা ইতিবাচক খবর। কিন্তু বাবা জাইল্যাদের পুরস্কারটা কেন আপনাকে নিতে হবে। যে জাইল্যা আপনার কাছ থেকে পুরস্কার নিবে এখন সে জাইল্যার স্থানে দাঁড়িয়ে আপনিই পুরস্কারের কাঙাল হয়ে গেলেন! ইস্
ওই যে কয়েকদিন আগে আমার আরেকটি স্ট্যাটাসে বলেছিলাম কামারের সভায় কৃষক আর শিক্ষকের সভায় জেলেরা অতিথি হচ্ছে। ভুল বলিনি কিন্তু। আজ জেলেদের জায়গা দখলে নিচ্ছে আমাদের এমপি মহোদয়গণ। মাছ চাষে সফলতা অর্জন করে শ্রেষ্ঠ পুরস্কারও তাঁরা দখলে নিচ্ছেন। এভাবে একজনের পেশায় আরেকজনের গুতাগুতিকিন্তু ভালো ফল বয়ে আনবে না কোনো কালেই কোনো ক্রমেই।