আবু বক্কর সিদ্দিক কানফারেন্স

141

গত ১৬ ফেব্রূয়ারি চট্টগ্রামস্থ রুবি গেইট দরবার শরীফের খলিফাতুল মুসলেমিন হযরত আবু বক্কর সিদ্দিক (রা.) এর ওফাত শরীফ উপলক্ষে এক আজিমুশশান মিলাদ ও ওরশে সিদ্দিক আকবার কনফারেন্স অনুষ্ঠিত হয়। উক্ত কনফারেন্সে সভাপতিত্ব করেন ওষখাইনীরি নুরীয়া বিষু দরবারের শরীফের সাজ্জাদানশীন গোলামে আহলে বাইতে রাসুল (দঃ) মাওলানা মীর শাইখ মুহাম্মদ মঈনুদ্দীন নূরী সিদ্দিক ওষখাইনীরি আল কুরাইশী (মা.জি.আ.)। কনফারেন্সে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাহাজাদা মীর মুহাম্মদ সুলতান উদ্দীন, শাহ্্জাদা মীর মুহাম্মদ সাহিলুর রশীদ। আরো উপস্থিত ছিলেন ওয়াজদিয়া আলিয়া মাদ্রাসার মুহাদ্দেস মওলানা আবদুল হাই, মাওলানা আবছার উদ্দিন আলকাদেরী, মাওলানা রায়হানুল ইসলাম আল কাদেরী, মাওলানা গাজী মুজিবুর রহমান আল কাদেরী, মাওলানা মোজাম্মেল হক আল কাদেরী, হযরত জুলমান শাহ্্ জামে মসজিদের খতিব, মাওলানা মোঃ শহিদুল ইসলাম কাদেরী প্রমুখ। সভাপতি বক্তব্যে ওষখাইনীরি নুরীয়া বিষু দরবারের শরীফের সাজ্জাদানশীন গোলামে আহলে বাইতে রাসুল (দঃ) মাওলানা মীর শাইখ মুহাম্মদ মঈনুদ্দীন নূরী সিদ্দিক ওষখাইনীরি আল কুরাইশী (মা.জি.আ.) বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর হযরত আবু বকর সিদ্দিক (রা.) ইসলামী খিলাফতের দায়িত্বভার গ্রহণ করেন। মুসলিম জাহানের সর্বত্র বিশৃঙ্খলা প্রতিরোধ, যাকাত অস্বীকার কারীদের দমন, ভন্ডনবীদের উৎপাত নিমূলকরন, সর্বত্র শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠাসহ ইসলামের বহুমুখী কল্যাণ সাধনে তিনি যে অনন্য ভূমিকা ও অসাধারণ অবদান রেখে গেছেন। ইতিহাসে তিনি ইসলামের ত্রাণকর্তা হিসেবে অবিস্মরণীয় হয়ে থাকবেন।বিজ্ঞপ্তি