আবদুল্লাহ আল-হারুনের সহধর্মীনির দাফন সম্পন্ন

78

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক সাবেক ও গণপরিষদ সদস্য আবদুল্লাহ আল-হারুনের সহধর্মীনি খালেদা খানমের ১ম নামাজে জানাজা শুক্রবার সকাল ১০টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে সম্পন্ন হয়। জানাজায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, আব্দুল্লাহ আল নোমান, মোছলেম উদ্দিন আহমদ, এম এ সালাম, মাহতাব উদ্দিন চৌধুরী, আ জ ম নাছির উদ্দীন, মফিজুর রহমান, শেখ আতাউর রহমান, সাবেক এমপি মির্জা আবু মনছুর, আজাদী সম্পাদক এম এ মালেক, চেম্বার সভাপতি মাহাবুবুল আলম, শিল্পপতি সাইফুল আলম মাসুদ, সিরাজুল ইসলাম চৌধুরী, খোরশেদ আলম সুজন, নঈম উদ্দিন চৌধুরী, কাজী আব্দুল ওহাব, মো. আবুল কালাম আজাদ, গিয়াস উদ্দিন, মোতাহেরুল ইসলাম চৌধুরী, ডা. শেখ শফিউল আজম, আবু সুফিয়ান, হাসান মাহামুদ হাসনী, চাকসু ভিপি নাজিম উদ্দিন, জি.এস আজিম উদ্দিন, রাশেদ মনোয়ার, ইঞ্জিনিয়ার মো. হারুন, মহিউদ্দিন বাবলু, জসিম উদ্দিন শাহ, এড. মুজিবুল হক, এড. আব্দুর রশিদসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। মরহুমার পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন আবদুল্লাহ আল রায়হান রাজু। পরে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মরহুমার কফিনে পুস্পস্তবক অর্পণ করা হয়। বাদ জুমা রাউজান গহিরাস্থ নিজ বাড়িতে ২য় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি