আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৮

7

আফগানিস্তানের পূর্বাঞ্চলে সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানি বিমান হামলায় আটজন নিহত হয়েছে। নিহতের মধ্যে তিনজন শিশুও রয়েছে। সোমবার (১৮ মার্চ) তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এই তথ্য জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘স্থানীয় সময় রাত তিনটার দিকে পাকিস্তানি বিমান পাকিস্তানের সীমান্তবর্তী খোস্ত এবং পাকতিকা প্রদেশে বেসামরিক বাড়িগুলোতে বোমাবর্ষণ করেছে। পাকতিকা প্রদেশে তিন নারী ও তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছে।’
তিনি অরো বলেন, ‘খোস্তে দুই নারী নিহত হয়েছেন। তালেবান সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং এই বেপরোয়া পদক্ষেপকে আফগানিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন ও আক্রমণ।’
গত শনিবার পাকিস্তানের ভূখন্ডের অভ্যন্তরে একটি হামলায় সাত পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর এই হামলার ঘটনা ঘটল।
এর আগে সেনা নিহত হওয়ার ঘটনায় দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছিলেন।
তিনি সেনাদের জানাজায় অংশ নেয়ার সময় বলেছিলেন, ‘পাকিস্তান সিদ্ধান্ত নিয়েছে, কেউ আমাদের সীমানা, বাড়ি বা দেশে প্রবেশের চেষ্টা করলে বা সন্ত্রাসী কর্মকান্ড ঘটালে আমরা তাদের কঠোর জবাব দেব। সে যেই হোক বা যে দেশেরই হোক না কেন।’
২০২১ সালে তালেবান সরকার ক্ষমতা দখল করার পর থেকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা বেড়েছে।
ইসলামাবাদ দাবি করেছে, ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলেঅ প্রতিবেশী দেশ থেকে নিয়মিত হামলা চালাচ্ছে।’