আফগানিস্তানে জঙ্গি হামলায় ১১ পুলিশ নিহত

17

আফগানিস্তানের বলখ প্রদেশের পুলিশ সদরদপ্তরে তালেবান জঙ্গিদের হামলায় ১১ জন পুলিশ সদস্য নিহত হয়েছে। কিন্তু তালেবানের মূখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ শরতেপার ৩০ পুলিশ নিহত হয়েছে বলে দাবি করেছেন। দেশটির কর্মকর্তারা জানায়, সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বলখের শরতেপা জেলায় হামলা চালায় জঙ্গিরা। বলখের গর্ভনরের মুখপাত্র মুনির ফরহাদ জানান, এক বন্দুক হামলার পর তারা জেলা পুলিশ সদর দপ্তরের দখল নিয়ে তাতে আগুন লাগিয়ে দেয়।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, দেশটির জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সৈন্য সদর দপ্তরটি নিজেদের নিয়ন্ত্রণে আনে। গত মাসে দেশটির রাজধানী কাবুলের উত্তরাঞ্চলের পারওয়ান প্রদেশের চারিকরে প্রেসিডেন্টের নির্বাচনী সমাবেশে বোমা হামলায় ২৪জন নিহত হয়। দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি ও তালেবান নেতাদের সঙ্গে ক্যাম্প ডেভিডে প্রস্তাবিত বৈঠক বাতিল করার পাশাপাশি তালেবানের সঙ্গে কথিত শান্তি আলোচনা স্থগিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তি আলোচনা স্থগিতের সিদ্ধান্তে তালেবান ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রদর্শন করে। তারা এর জন্য চরম মূল্য দিতে হবে বলেও জানায়। তারপর থেকেই তালেবানরা বিভিন্ন হামলা করছে।