আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

4

চকরিয়া :
তথ্য আমার অধিকার, জানতে হবে সবার এ শ্লোগানে কক্সবাজারের চকরিয়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। সম্প্রতি উপজেলা পরিষদের হলরুম মোহনা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) চকরিয়া যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত উজ জামান, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী ও সচেতন নাগরিক কমিটি-সনাক চকরিয়া উপজেলা সভাপতি বুলবুল জান্নাত শাহিন প্রমুখ। সভাপতির বক্তব্যে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ বলেন, সপ্তাহে মাত্র ১ ঘন্টা সময় দিলে সরকারী অফিস সমূহের ওয়েব পোর্টালগুলো সচল ও হালনাগাদ রাখা সম্ভব। কিন্তু শুধুমাত্র আন্তরিকতার অভাবে এবং অবহেলার কারণে আমরা আমাদের ভালো কাজগুলো সকলের কাছে তুলে ধরতে পারছি না। অনুষ্ঠানের শুরুতে তথ্য অধিকার আইন-২০০৯ এর মূল ধারাসমূহ এবং টিআইবি-সনাক, চকরিয়া কর্তৃক সম্পাদিত চকরিয়া উপজেলার সকল সরকারী অফিসসমূহের ওয়েবপোর্টালগুলোর পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবি-চকরিয়ার এরিয়া কো-অর্ডিনেটর মো. আবু বকর। সভা শেষে সচেতন নাগরিক কমিটি-সনাক, টিআইবি-চকরিয়া কর্তৃক আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২১ উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সীতাকুন্ড :
তথ্য আমার অধিকার জানা আছে কি সবার এ শ্লোগানকে সামনে রেখে সীতাকুন্ড উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। তথ্য জানার অধিকারের বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতি বছর ২৮ সেপ্টেম্বর এ তথ্য অধিকার দিবস পালন করা হয়। গত ২৮ সেপ্টেম্বর সীতাকুন্ড উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সন্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে তথ্য অধিকারের বিষয়ে তিনি বলেন, সরকার ও রাষ্ট্রের কাছ থেকে তথ্য পাওয়ার অধিকার সবার আছে। ইতোমধ্যে তথ্য অধিকার বিশ্বব্যাপী একটি মানবাধিকার হিসেবে স্বীকৃতি লাভ করেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৩৯ নং অনুচ্ছেদে জনগণের চিন্তা, বিবেক ও বাকস্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। একইভাবে তথ্যের অপরব্যবহার থেকে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। অনুষ্ঠানে অতিথির মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) আশরাফুল আলম, সীতাকুন্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইন, শিক্ষা কর্মকর্তা মো. নুরচ্ছফা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবউল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন, মৎস্য কর্মকর্তা শামীম আহমেদ, যুব উন্নয়ন মো. শাহ আলম, সমাজ সেবা কর্মকর্তা লুৎফর নেছা বেগম, আনসার ভিডিপি কর্মকর্তা মুজিবুর রহমান, সাংবাদিক জাহেদুল আনোয়ার চৌধুরী, কামরুল ইসলাম, সাইদুল হক, আবুল খায়ের, সাইফুল ইসলাম রুবেল প্রমুখ।