আনোয়ারার পরৈকোড়া রক্ষাকালী বাড়িতে মহানামযজ্ঞ অনুষ্ঠিত

52

আনোয়ারা পরৈকোড়া খেজুরতলী শ্রীশ্রী রক্ষা কালী বাড়ি সংগঠনের উদ্যাগে মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ মন্দির প্রাঙ্গণে সম্প্রতি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি রবি দাশ। অনুষ্ঠান মঙ্গলপ্রদীপ প্রজ্বালন ও উদ্বোধন করেন শ্রী দ্বীনকৃষ্ণ দাস বাবাজী মোহন্ত মহারাজ, আশীর্বাদক ছিলেন এ্যাড. তপন কান্তি দাশ, প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্রী সুগ্রীব মজুমদার দোলন, প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সাংস্কৃতিক সম্পাদক বিজয় চক্রবর্ত্তী (শাওন), বিশেষ অতিথি ছিলেন দৈনিক সমকাল এর ডি.জি.এম সাংবাদিক সুজিত কুমার দাশ।
অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাগর মিত্র, মহান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিউটন সরকার, ধর্মীয় বক্তা ছিলেন মাস্টার উজ্জ্বল কান্তি দাশ, বিশেষ অতিথি ছিলেন সুজিত সরকার।
নীলকান্ত দাস বিশু এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কাজল মিত্র, মিঙ্কু দে, সুনীল দাশ (আকাশ), হারাধন দাশ, তমিত রায় পুরোহিত, পংকজ দাশ, রুবেল সর্দার, বিমল দাশ, প্রফুল্ল দাশ প্রমুখ। বক্তারা বলেন, ধর্ম মানুষের মনুষ্যত্ববোধ জাগ্রত করে। ধর্মপরায়ণ মানুষ অন্যায় ও অসত্যকে প্রশ্রয় দেন না।
মহোৎসবে ভক্তদের মাঝে আনন্দ বাজারের মহাপ্রসাদ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি