আনজুমান ট্রাস্ট’র শোহাদায়ে কারবালা মাহফিলের সমাপনী

3

আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র ব্যবস্থাপনায় রাসূলে পাক সাল¬াল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৌহিত্র হযরত ইমাম হুসাইন (রা.) এর স্মরণে শোহাদায়ে কারবালা মাহফিল (আশুরা) এর সমাপনী দিবস ও পবিত্র গেয়ারভী শরীফ’র উদ্বোধক ছিলেন ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন। সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ষোলশহরস্থ আলমগীর খানকাহ্-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় ওয়াজিন হিসেবে তকরীর করেন আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান ও উপাধ্যক্ষ মুফতি আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক। কারবালা মাহফিলের পূর্বে বাদ মাগরিব পবিত্র গেয়ারভী শরীফ পরিচালনা করেন জামেয়ার শিক্ষক মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন আল্কাদেরী।
কারবালা মাহফিলের সমাপনী দিবসে বক্তারা বলেন, বিশ্ব মুসলিম মিল্লাতের জন্য হিজরী বর্ষের ১০ মর্হরম অতীব গুরুত্বপূর্ণ। পৃথিবী সৃষ্টি এদিনে, কিয়ামত হবে এদিনে। আল্লাহ্ জাল্লাশানুহুর মনোনীত দ্বীন ইসলাম, প্রিয় নবী ইমামুল আম্বিয়া রাহমাতুল্লিল আলামীন’র প্রাণপ্রিয় দৌহিত্র ইমামে আলী মক্বাম সৈয়্যদুনা হযরত ইমাম হোসাইন রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু সপরিবারে শাহাদাৎবরণ করেছিলেন ১০ মহররম। আর এ কারণেই আল্লাহ্-রাসূল (দ.)’র কাছে এ শাহাদাৎ’র মূল্য অপরিসীম, যা কোন ভাষায় প্রকাশ করা অসম্ভব, একমাত্র আল্লাহ্ রসূল (দ.) এর মকাম সম্পর্কে সর্বাধিক জ্ঞাত। আখেরী নবীর উম্মতদের জন্য হৃদয়বিদারক মর্মস্পর্শী এরকম ঘটনা অসহনীয় ও অকল্পনীয়। আল্লাহ্র নির্দেশিত জীবন বিধান তথা শরীয়তকে প্রতিষ্ঠা করেছিলেন মাহবূবে খোদা আমাদের প্রাণপ্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন।
এতে অংশগ্রহণ করেন আনজুমান ট্রাস্ট’র মোহাম্মদ সামশুদ্দিন, মোহাম্মদ সিরাজুল হক, এস এম গিয়াস উদ্দিন শাকের, মোহাম্মদ এনামুল হক বাচ্চু, মোহাম্মদ মাহবুবুল আলম, প্রফেসর কাজী শামসুর রহমান, লোকমান হাকিম মো. ইব্রাহীম, মুহাম্মদ তৈয়বুর রহমান, শেখ নাছির উদ্দিন আহমেদ, মুহম্মদ আবদুল হামিদ, মুহাম্মদ কমরুদ্দিন সবুর, নূর মোহাম্মদ কন্ট্রাক্টর, মুহাম্মদ মাহাবুবুল হক খাঁন, মুহাম্মদ মনোয়ার হোসেন মুন্না, মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, এড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মাস্টার মুহাম্মদ হাবিবুল্লাহ প্রমুখ। বাদ এশা মিলাদ ও ক্বিয়াম শেষে জামেয়ার সাবেক অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান সমগ্র মুসলিম উম্মার শান্তি কামনা করে মুনাজাত করেন এবং শেষে তবাররুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। বিজ্ঞপ্তি