আদালত অবমাননা মামলায় ক্ষমা চাইলেন ইমরান খান

8

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির আদালত অবমাননার একটি মামলায় ক্ষমা চেয়েছেন। তার ক্ষমা চাওয়ার পর আদালত মামলাটি স্থগিত করেছে। ২০ আগস্ট রাজধানী ইসলামাবাদে একটি সমাবেশে এক নারী বিচারককে নিয়ে তার মন্তব্যের পর এই মামলা দায়ের করা হয়েছিল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।
বৃহস্পতিবার ইসলামাবাদ হাইকোর্টের শুনানিতে ইমরান খান বলেন, আদালত চাইলে আমি ওই নারী বিচারকের কাছে যাব এবং তার কাছে ক্ষমা চাই। আমি কখনও আদালত বা বিচার বিভাগের অনুভুতিতে আঘাত করব না। ইমরান খান আরও বলেন, আমি আদালতকে নিশ্চয়তা দিচ্ছি ভবিষ্যতে এমন কিছু আর করব না। সহযোগী শাহবাজ গিলকে গ্রেফতারের ঘটনায় ২০ আগস্টের সমাবেশে নারী বিচারক জেবা চৌধুরী ও ইসলামাবাদের সিনিয়র পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ‘পদক্ষেপ’ নেওয়ার হুমকি দিয়েছিলেন ইমরান খান।